Advertisement
E-Paper

‘কফি উইথ কর্ণ’র আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন জন আব্রাহাম!

কর্ণর টক শো-এ আসতে শাহিদ কপূর খুশিই হবেন! কারণ, কফি খেতে তিনি খুব ভালবাসেন। কিন্তু যে সেলিব্রিটি কফি খেতে মোটেই পছন্দ করেন না, তিনি কী করবেন! বুঝে উঠতে পারছেন না তো! ব্যপারটা তা হলে খুলেই বলি। জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’র সাম্প্রতিকতম পর্বগুলি একটি আরেকটিকে ছাপিয়ে যাচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ১৬:৫৪

কর্ণর টক শো-এ আসতে শাহিদ কপূর খুশিই হবেন! কারণ, কফি খেতে তিনি খুব ভালবাসেন। কিন্তু যে সেলিব্রিটি কফি খেতে মোটেই পছন্দ করেন না, তিনি কী করবেন! বুঝে উঠতে পারছেন না তো! ব্যপারটা তা হলে খুলেই বলি।

জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’র সাম্প্রতিকতম পর্বগুলি একটি আরেকটিকে ছাপিয়ে যাচ্ছে। পঞ্চম সিজনে একের পর এক ধামাকা হয়েই চলেছে। শো-এর টিআরপি-ও বাড়ছে হু হু করে। কেউ এসে নিজেদের পরবর্তী ফিল্মের প্রচারে মুখ খুলছেন, কেউ আবার মুখ খুলেই ঝড় তুলছেন। আর সেই ঝড়ের ঝাপটা আছড়ে পড়ছে বি-টাউনে।

এই শো-এ কর্ণ জোহরের আমন্ত্রণে বি-টাউনের অসংখ্য সেলিব্রিটি এসেছেন, জানিয়েছেন নিজেদের সম্পর্কে অনেক না জানা কথা। ‘কফি উইথ কর্ণ’র জন্য কর্ণর আমন্ত্রণ ফিরিয়েছেন এমন নাম বোধহয় বলিউডে এতদিন ছিল না। কিন্তু সম্প্রতি এই ঘটনার ব্যতিক্রম ঘটেছে। কারণ, ‘কফি উইথ কর্ণ’-এ আসার আমন্ত্রণ ফিরিয়েছেন এক বলিউড তারকা। তাঁর নাম শুনলে চমকে উঠবেন হয়তো! ‘কফি উইথ কর্ণ’র আমন্ত্রণ ফিরিয়েছেন জন আব্রাহাম। অবিশ্বাস্য হলেও এমনটাই দাবি বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে।

দিন কয়েক আগেই রেগে গিয়ে একটি কমেডি শো ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন জন। এ বার ভারতের সবচেয়ে জনপ্রিয় ‘সেলিব্রিটি টক শো’র আমন্ত্রণও ফিরিয়ে দিলেন তিনি! কিন্তু কেন? কারণটা কিন্তু স্পষ্ট নয়। যদিও কর্ণ জোহর বা জন আব্রাহাম, দু’জনের কেউই এই আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার ব্যপারে এখনও মুখ খোলেননি।

আরও পড়ুন...
এ কী বললেন রণবীর? বাকরুদ্ধ বন্ধুরা

John Abraham Koffee with Karan Refuses Invitation জন আব্রাহাম
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy