Advertisement
১৭ ফেব্রুয়ারি ২০২৫
Entertainment News

মুক্তি পেল ‘জুলি টু’-এর উষ্ণ টিজার!

‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’।

‘জুলি টু’-এর পোস্টার। ছবি: রাই লক্ষ্মীর টুইটার পেজের সৌজন্যে।

‘জুলি টু’-এর পোস্টার। ছবি: রাই লক্ষ্মীর টুইটার পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৩:১০
Share: Save:

২০০৪-এ নেহা ধুপিয়ার ‘জুলি’র কথা মনে আছে? নেহা, সঞ্জয় কপূর, প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের ‘জুলি’ কিন্তু তার বোল্ড এবং সাহসী দৃশ্যের জন্যই শিরোনামে এসেছিল। এ বার সেই ছবিরই সিক্যুয়েল ‘জুলি টু’-এর টিজার মুক্তি পেল।

‘জুলি টু’-তে অভিনয়েও নতুন মুখ। গল্প, পরিবেশনাও নাকি আরও বেশি উষ্ণ। ছবির নামের সঙ্গেই লেখা হয়েছে, ‘বোল্ড, বিউটিফুল অ্যান্ড ব্লেসড’। পরিচালক দীপক শিবদিশানির হাত ধরে প্রথম বার বলিউডে পা রাখছেন দক্ষিণী তারকা রাই লক্ষ্মী।

আরও পড়ুন, আপকামিং মুভিজ: সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে যে ১০ বলিউডি ছবি

আরও পড়ুন, বলিউডে এন্ট্রি নিচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা?

কেরিয়ারের শুরুতে এই অভিনেত্রীকে লক্ষ্মী রাই নামে চিনত সবাই। পরে নাম বদলে রাই লক্ষ্মী হয়েছেন তিনি। বলি ডেবিউয়ের প্রথম ধাপেই তাঁর সাহসী অথচ সাবলীল ভঙ্গি কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন রাই। তবে টিজার দেখে দর্শকদের বোঝার উপায় নেই যে, ছবিতে আর কোন অভিনেতাকে দেখা যাবে। আপাতত, নায়িকার সোনা গলানো রঙের চামড়ায় ঢাকা শরীরের বিভিন্ন ঝলক দিয়েই টিজার প্রকাশ করেছে ‘জুলি টু’-এর নির্মাতারা।

' 💃💃💃

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিটি সিনেমা জগতের অজানা গল্প নিয়ে তৈরি হয়েছে। থাকবে রাজনীতি ও আন্ডারওয়ার্ল্ডের কথাও রয়েছে। ছবিতে রতি অগ্নিহোত্রী, রবি কিষেণ, পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতারা রয়েছেন।

ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।

অন্য বিষয়গুলি:

Julie 2 Raai Laxmi Upcoming Movies New Releases 2017 Releases Celebrities Film Actress রাই লক্ষ্মী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy