‘আল্লাহ কে বন্দে’ বা ‘তেরি দিওয়ানি’— শুনলেই যাঁকে মনে পড়বে তিনি কৈলাশ খের। বলিউডে গানের জগতে অনেকদিনই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। সম্প্রতি শেয়ার করলেন তাঁর জীবনের এক অজানা কথা। জানলে হয়তো অবাক হবেন, তিনি নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন!
আরও পড়ুন, সুইমিং পুলে লিসা, সঙ্গে কে?
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে কৈলাশ বলেন, ‘‘একটা সময় অনেক আর্থিক ক্ষতি হয়েছিল আমার। প্রায় এক বছর অবসাদগ্রস্ত ছিলাম। সে সময় জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আত্মহত্যা করব বলে নদীতে ঝাঁপও দিয়েছিলাম। কিন্তু আমার এক বন্ধু বাঁচিয়ে দিল।’’