Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

‘গরু’র মাংস খাওয়ার ভিডিও পোস্ট করে ট্রোলড হলেন কাজল

বন্ধুদের সঙ্গে লাঞ্চ-পার্টিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন কাজল। সেই ভিডিও-র ‘দৌলতে’ দিনভর টুইটারে ট্রোলড হওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিটই করে দিলেন অভিনেত্রী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৪:২৪
Share: Save:

বন্ধুদের সঙ্গে লাঞ্চ-পার্টিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন কাজল। সেই ভিডিও-র ‘দৌলতে’ দিনভর টুইটারে ট্রোলড হওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিটই করে দিলেন অভিনেত্রী। পাশাপাশি একটি টুইট করে সকলের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেন তিনি।

আরও পড়ুন, অভিনেতা দিলজিৎ দোসা়ঞ্জের মুকুটে নয়া পালক

গতকাল টুইটারে কাজল যে ভিডিওটি পোস্ট করেছিলেন তাতে দেখা যায়, নিজের ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে এক বন্ধুর রেস্তোরাঁয় লাঞ্চ করতে এসেছেন নায়িকা। সেখানে রায়ান নামে কাজলের এক বন্ধু একটি স্পেশ্যাল ডিশ বানিয়েছিল। ভিডিওতে কাজল সেই ডিশটির নাম জানতে চান। তখনই রায়ান নামের সেই বন্ধু জানান, এটি ‘বিফ’-এর একটি ডিশ।

দেখুন সেই ভিডিও:

এই ভিডিও টুইটারে পোস্ট করতেই সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকে। কেন হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও নায়িকা ‘বিফ’ খেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। শেষমেশ ভিডিওটি অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন কাজল। পরে একটি টুইটে তিনি লেখেন, ‘‘কোথাও একটা সংযোগের অভাব হচ্ছে। আমার বন্ধু ‘বিফ’-এর কথা বলেছিল ঠিকই, কিন্তু ওই ডিশটিতে গরুর মাংস ছিল না, ওটি আসলে মোষের মাংস। আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই, কারণ ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করতে চাইনা। এটা আমার উদ্দেশ্য ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kajol Viral Video Celebrities কাজল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE