প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের কন্যার বিয়েতে উপস্থিত থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন কল্কি কেঁকলা। অভিনয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন আগেই। তার পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও বার বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব বিষয়ে খোলামেলা আলোচনা করলেন কল্কি।
বেশ কিছু দিন সম্পর্কে থাকার পরে অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কল্কি। সেই দাম্পত্য স্থায়ী হয়নি। তবে অনুরাগের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন কল্কি। বরং বিবাহবিচ্ছেদের পরেই অনুরাগের থেকে অনেক কিছু পেয়েছেন। অভিনেত্রী বিশ্বাস করেন, যাঁদের সঙ্গে সম্পর্ক থাকার, তাঁদের সঙ্গে ঠিক সম্পর্ক থেকে যায়। অনুরাগের জন্যই আজ বলিউডে ৩০০-৪০০ মানুষকে চেনেন বলেও জানান কল্কি। আর সেই জন্যই প্রাক্তন স্বামীর কন্যা, অর্থাৎ আলিয়া কাশ্যপের বিয়েতে যেতেও দ্বিতীয় বার ভাবেননি কল্কি।
আরও পড়ুন:
কল্কি বলেছেন, “অনুরাগের জন্য যে মানুষগুলোকে আমার জীবনে পেয়েছি, তাঁদের মধ্যে অন্যতম আলিয়া। বিচ্ছেদ থেকে এই সুন্দর জিনিসগুলো আমরা পেয়ে থাকি। একটা মানুষের জন্য আমরা আরও কত মানুষের সঙ্গে মিশতে পারি।” বিচ্ছেদের পরে বেশ কিছু দিন প্রাক্তনের সঙ্গে কথা বন্ধ থাকলেও, একটা সময় পরে সব ঠিক হয়ে যায়।
অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কল্কি। ২০২৪ সালে গাই হার্সবার্গকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের আগে ২০২০ সালে মা হয়েছিলেন তিনি। বিয়ের আগে মা হওয়ার কারণেও কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে কল্কি ও গাই গোয়ায় বাস করেন।