নতুন সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। গত কয়েক দিন ধরে এই জল্পনা বিনোদন দুনিয়ায়। নাগ চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। তার পরে বয়ে গিয়েছে অনেক জল। বর্তমানে শোভিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার করছেন নাগ। এর মধ্যে নিজের মনের মানুষও নাকি খুঁজে পেয়ে গিয়েছেন সামান্থা। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাকি প্রেম করছেন দক্ষিণী অভিনেত্রী। রাজের সঙ্গে একটি ছবি দেখে সামান্থার অনুরাগীরা প্রায় রাজ-সামান্থার সম্পর্কে সিলমোহর দিয়েই দিয়েছেন। তবে সামান্থা বা রাজ কেউই এখনও কোনও মন্তব্য করেননি। এর মধ্যে চর্চায় উঠে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে।
শ্যামলী একটি রহস্যময় পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তিনি লিখেছেন, “যাঁরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে দেখেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার বিষয়ে পড়েন ও লেখেন তাঁদের সকলকে আমার ভালবাসা ও শুভকামনা।” পোস্টে কারও নাম উল্লেখ করেননি শ্যামলী। তবে রাজের সঙ্গে সামান্থা ঘনিষ্ঠ ছবি ভাগ করে নেওয়ার পরেই শ্যামলীর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
কে এই শ্যামলী দে? বাঙালি পরিবারের মহিলা শ্যামলী। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। রাজ নিদিমোরুর ছবিতে অভিনেতাদের নির্বাচন করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। অন্য দিকে, রাজ নিদিমোরুর সঙ্গে বেশ কিছু কাজ করেছেন সামান্থা। তাই শ্যামলীর সঙ্গেও সামান্থার পরিচয় রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।