Kalki Koechlin shares the first glimpse of her new born baby girl Sappho dgtl
প্রথম বার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কল্কি
কল্কি লিখেছেন, “১৭ ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করার পর যখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিলাম তখন ডাক্তাররা হাল ছাড়েননি। আমি ন্যাচারাল ওয়াটার বার্থ চেয়েছিলাম। সে রকমটাই হয়েছে। তোমরা মিরাকেল করে দেখিয়েছ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩১
মেয়ে এবং পার্টনারের সঙ্গে কল্কি।
সদ্যই মা হয়েছেন অভিনেত্রী কল্কি কেঁকলা। এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি গত শুক্রবার। খবর সামনে আসতেই কল্কির সন্তানকে দেখার জন্য মুখিয়ে ছিলেন নেটাগরিকারা। অবশেষে সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
কল্কি লিখেছেন, “১৭ ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করার পর যখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিলাম তখন ডাক্তাররা হাল ছাড়েননি। আমি ন্যাচারাল ওয়াটার বার্থ চেয়েছিলাম। সে রকমটাই হয়েছে। তোমরা মিরাকেল করে দেখিয়েছ।
অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গাই-এর সঙ্গে লিভইন সম্পর্কে রয়েছেন কল্কি। এখনও পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেননি তাঁরা। ‘বিয়ে হয়নি অথচ অন্তঃসত্ত্বা’! উড়ে এসেছে হাজারও কুরুচিকর মন্তব্য। তবে এ সব ব্যক্তিগত আক্রমণ কোনওদিন কাবু করতে পারেননি কল্কিকে। তিনি বাঁচেন নিজের শর্তেই।