Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kangana Ranaut

ফের পিছোচ্ছে ‘ইমার্জেন্সি’? কাকে দুষলেন কঙ্গনা

ছবি তৈরির জন্য বন্ধক রেখেছিলেন নিজের বাড়ি, সম্পত্তি। কবে দিনের আলো দেখবে সেই ছবি?

Kangana Ranaut as Indira Gandhi in the film Emergency.

২০ অক্টোবর কি আদৌ মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’? ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৭
Share: Save:

বেজায় চটেছেন কঙ্গনা রানাউত। ফের পিছোতে পারে ‘ইমার্জেন্সি’ ছবির মুক্তি। চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাউত পরিচালিত ও তাঁরই অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’র। সম্প্রতি ঘোষণা করা হয়, সেই দিনই মুক্তি পাবে অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি শ্যানন অভিনীত ছবি ‘গণপথ’। সারা বছর থাকতে কেন ওই দিনকেই বাছা হল মুক্তির জন্য? সমাজমাধ্যমে টিম ‘গণপথ’-কে একহাত নিলেন বলিউডের ‘কুইন’।

মাস খানেক আগেই ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ করেছেন কঙ্গনা রানাউত। ২০ মাসের নিষেধাজ্ঞা শেষে সমাজমাধ্যমে ফিরে ছবির একটি ক্লিপিং পোস্ট করে সেই ঘোষণা করেন ‘তনু ওয়েডস মনু’ খ্যাত অভিনেত্রী। ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও কঙ্গনা নিজেই। ছবির শুটিং চলাকালীন ভুগেছেন ডেঙ্গিতে। ছবি বানাতে গিয়ে নিজের সব সম্পত্তি বন্ধক পর্যন্ত রাখতে হয়েছে তাঁকে। সমাজমাধ্যমে সে কথাও জানান অভিনেত্রী। শুটিং শেষ হওয়ার পরে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন কঙ্গনা। সেই মতো ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘ইমার্জেন্সি’ ছবির। এর মধ্যেই ঘোষণা করা হয়েছে ‘গণপথ’ ছবির মুক্তির দিন। জানা গিয়েছে, ছবি মুক্তির দিন হিসাবে ২০ অক্টোবরকেই বেছে নিয়েছেন ছবির নির্মাতারা। তাতেই বেজায় চটেছেন কঙ্গনা। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘যখন আমি ‘ইমার্জেন্সি’র মুক্তির জন্য তারিখ চূড়ান্ত করছিলাম, তখন গোটা বছরটাই মোটামুটি ফাঁকাই ছিল। আমার সময় অনুযায়ী আমি ২০ অক্টোবরের দিনটা চূড়ান্ত করেছিলাম।’’ কঙ্গনার আরও দাবি, ‘‘গোটা অক্টোবর মাস খালি পড়ে রয়েছে, এমনকি, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর মাসও ফাঁকা। তাতেও ২০ অক্টোবর তারিখটাই ওঁদের চাই। মনে হচ্ছে বলিউড মাফিয়া গ্যাং দুশ্চিন্তায় পড়ে গিয়েছে!’’

সুযোগ থাকলে, বাণিজ্যের কথা মাথায় রেখে সাধারণত একই দিনে একাধিক ছবি মুক্তি থেকে বিরত থাকেন ছবির নির্মাতারা। তাতে ছবির ব্যবসায়িক লাভ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। একই দিনে একাধিক ছবি মুক্তি পেলে কোনও একটি ছবির আশানুরূপ ব্যবসা না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে কি সেই আশঙ্কাই ঘিরে ধরেছে কঙ্গনাকে? তাঁর নিজের কথায় অবশ্য সেই ছাপ নেই। বরং ‘গণপথ’-এর বিরুদ্ধে আরও গলা চড়িয়েছেন অভিনেত্রী। কঙ্গনার কথায়, ‘‘গোটা বছর খালি থাকতেও একই দিনে মুক্তির দরকার কী? একেই ইন্ডাস্ট্রির এই অবস্থা, তার মধ্যে এ রকম দুর্বুদ্ধি কী করে হয়!’’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তুলোধনা করতে ছাড়েননি অমিতাভ বচ্চনকেও। সঙ্গে তিনি এও জানান, ‘‘এ বার এক মাস আগে ট্রেলার মুক্তির সঙ্গে আমি ‘ইমার্জেন্সি’র মুক্তির তারিখ ঘোষণা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Emergency Indira Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE