Advertisement
E-Paper

প্রেমে পড়েছেন কঙ্গনা? সমাজমাধ্যমে অভিনেত্রীর পোস্টে মিলল আভাস

রাত পোহালেই প্রেম দিবস। তার আগেই প্রেমে পড়া নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট বলিউডের বিতর্কিত ‘কুইন’-এর। কী বার্তা দিলেন কঙ্গনা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮
Photograph of Kangana Ranaut.

প্রেম দিবসের আগে প্রেমে পড়েছেন কঙ্গনা? জল্পনা অনুরাগীদের মধ্যে। ফাইল চিত্র।

সাধারণত নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরে থাকেন তিনি। ‘ঠোঁটকাটা’ বলেও তাঁর নামডাক আছে বলিপাড়ায়। তিনি বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। প্রেম দিবসের আগে সেই ‘ঠোঁটকাটা’ তারকার গলায় নরম সুর। সমাজমাধ্যমের পাতায় প্রেমের উল্লেখ। তবে কি প্রেমে পড়েছেন কঙ্গনা?

ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্‌গুরুর ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্‌গুরুর ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা। ছবি: ইনস্টাগ্রাম।

প্রেম দিবসের মাত্র এক দিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে সদ্‌গুরুর একটি ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিয়োতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদ্‌গুরু। তাঁকে বলতে শোনা যায়, ‘‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থ ভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম।’’ ভিডিয়োতে বাণী সদ্‌গুরুর। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘‘প্রেমে পড়ুন। পড়তে না জানলে কখনও উঠতে শিখবেন না।’’ কঙ্গনার সমাজমাধ্যমের পাতায় প্রেমের উল্লেখ দেখে অবাক হয়েছেন অনেকেই। নেটাগরিকদের বেশির ভাগই তাঁকে চেনেন অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির মহিলা হিসাবে। তাঁর গলায় এমন নরম সুর শোনা যাবে, তা আশা করেননি অনেকেই। তাঁদের কৌতূহল, ‘‘তবে কি প্রেম দিবসের আগেই প্রেমে পড়লেন কঙ্গনা?’’

সপ্তাহখানেক আগে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের আগে ওই যুগলকে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কঙ্গনা। ‘‘বলিউডের ক্যামেরা-সর্বস্ব প্রেমের যুগে ওঁদের ভালবাসা সত্যিই বিরল,’’— সমাজমাধ্যমের পাতায় লিখেছিলেন ‘গ্যাংস্টার’খ্যাত অভিনেত্রী। বিয়ের পরেও নবদম্পতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, ‘‘ওঁরা দেখনদারির জন্য প্রেম করেননি।’’ এ বার প্রেম দিবসের ঠিক আগেই প্রেম নিয়ে চর্চা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর। তবে কি এ বার মন নরম হয়েছে তাঁর? খুঁজে পেয়েছেন পছন্দের জীবনসঙ্গী? উত্তরের অপেক্ষায় সবাই।

Kangana Ranaut Sadhguru Bollywood Gossip Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy