Advertisement
০১ জুন ২০২৪
Entertainment News

হলিউড কবে যাচ্ছেন? মুখ খুললেন কঙ্গনা

বলি ছেড়ে হলির দিকে পা বাড়ানো তারকার সংখ্যা বি-টাউনে কম কিছু নয়। নাসিরুদ্দিন শাহ, আমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বর্যা রাই, সম্প্রতি দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া তালিকায় নাম লিখিয়েছে বহু সুপারস্টারই।

ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে

ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৩৭
Share: Save:

বলি ছেড়ে হলির দিকে পা বাড়ানো তারকার সংখ্যা বি-টাউনে কম কিছু নয়। নাসিরুদ্দিন শাহ, আমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বর্যা রাই, সম্প্রতি দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া তালিকায় নাম লিখিয়েছে বহু সুপারস্টারই। সদ্য মুক্তি পেয়েছে দীপিকার ‘ট্রিপল এক্স’। কোয়ান্টিকো’র সুবাদে পিপিল চয়েজ অ্যাওয়ার্ড হাসিল করেছেন পিগি চপসও। এ বার কী তাহলে কঙ্গনার হলিউড যাত্রার পালা? কী বলছেন নায়িকা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয়েছিল ‘রেঙ্গুন’-এর নায়িকাকে। এর উত্তরে কঙ্গনার সটান জবাব, ‘‘স্টুপিড কাজ করে সময় নষ্ট করব কেন? তাছাড়া আমার থিয়েটার বিজনেস এখন খুব ভাল চলছে। বলিউডেও সময়টাও দুর্দান্ত যাচ্ছে।’’

কঙ্গনার মতে, হলিউডের থেকেও এশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি সমৃদ্ধ। তাই বলিউডে ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা তিনি ভাবতেই পারেন না।

২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনার পরবর্তী ছবি ‘রঙ্গুন’। মুক্তির আগেই বিশাল ভরদ্বাজের এই ছবি যথেষ্ট আলোচিত হচ্ছে সিনেপ্রেমীদের মধ্যে। ২০১৫-তে মুক্তি পাওয়া তাঁর শেষ ছবি ‘কাট্টি বাট্টি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ‘রঙ্গুন’-এর হাত ধরে কী ভাগ্য খুলবে তাঁর, উত্তরটা পাওয়া যাবে কিছু দিন পরেই।

আরও পড়ুন: বাথটবে স্বামীর সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন সানি লিওন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Hollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE