কবিতা লিখলেন অভিনেত্রী। মৃত্যুর কথা লিখলেন। পাহাড়ের কথা লিখলেন। নদী ও সমদ্রের কথাও লিখলেন। শুধু তাই নয়, সেই কবিতা পাঠ করেও শোনালেন কঙ্গনা। একটা গোটা ভিডিয়ো বানিয়ে পোস্ট করলেন ইনস্টাগ্রাম ও টুইটারে।
বরফে ভরা চারদিক। লাল রঙের জ্যাকেট পরে বরফে লুটোপুটি খাচ্ছেন কঙ্গনা। তাঁর কোঁকড়া চুল ঝাঁপিয়ে পড়ছে। গোটা ভিডিয়োটাই স্লো মোশনে তোলা।
ক্যাপশনে লিখলেন, ‘সময় পেলে শুনবেন। কবিতা লিখেছি। নাম, 'রখ' (অর্থ- ছাই)। পাহাড় চড়তে চড়তে কবিতাটা মাথায় আসে’।