Advertisement
E-Paper

‘হোমবাউন্ড’-এর পরে অস্কারের দৌড়ে ভারতীয় ছবি ‘কান্তারা’, এ ছাড়াও রয়েছে আর কোন ছবি?

‘হোমবাউন্ড’ আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায় জায়গা পেয়েছে। এ বার সেরা ছবির প্রতিদ্বন্দ্বিতায় নাম উঠল তিনটি ভারতীয় ছবির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫
‘হোমবাউন্ড’-এর সঙ্গেই অস্কার দৌড়ে পৌঁছে গেল ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’

‘হোমবাউন্ড’-এর সঙ্গেই অস্কার দৌড়ে পৌঁছে গেল ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ ছবি: সংগৃহীত।

৯৮তম অস্কারের দৌড়ে শামিল ভারতের আরও তিনটে ছবি। ভারত থেকে প্রথমেই ‘হোমবাউন্ড’ ছবিকে আনুষ্ঠানিক ভাবে পাঠানো হয় আন্তর্জাতিক মঞ্চে। তার পর সেই ছবি নিজের মেধায় জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায়। এ বার সেরা ছবির প্রতিদ্বন্দ্বিতায় নাম তুলল ঋষভ শেট্টীর ছবি ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’। এ ছাড়াও রয়েছে শুভাঙ্গী দত্ত, অনুপম খের অভিনীত ‘তনভী: দ্য গ্রেট’ এবং ‘মহাবতার নরসিংহ’।

এই তিনটি সেরা ছবির দৌড়ে লড়াইয়ের জন্য মনোনীত হয়েছে। ঋষভ অভিনীত ছবি এমনিতেই ২০২৫-এর অন্যতম সফল ভারতীয় ছবি। লোকগাঁথা ও পৌরাণিক গল্পের উপর নির্ভর করে এই ছবির প্রথম অধ্যায় দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। দু’বছর পরে এল ছবির দ্বিতীয় খণ্ড। প্রথম বারের সাফল্যকে ছাপিয়ে দ্বিতীয় ছবি বক্সঅফিসে প্রায় ৬০০ কোটি আয় করে।

অশ্বিন কুমার পরিচালিত ভক্তিমূলক অ্যানিমেশন ঘরানার ছবি ‘মহাবতার নরসিংহ’ ব্যবসায়িক সাফল্য পেয়েছে বক্সঅফিসে। একই সঙ্গে ‘তনভী: দ্য গ্রেট’ ছবিটি অটিস্টিক মেয়ের গল্প বলে। যে তাঁর শহিদ বাবার অপূর্ণ ইচ্ছে পূরণ করতে চেয়েছে। এই গল্পে ব্যক্তিগত লড়াইয়ের সঙ্গে মিশে আছে দেশাত্মবোধও। এ বার দেখার এই তিন ছবির মধ্যে আদৌ কোনও ছবি জয়ের হাসি হাসতে পারে কি না!

Oscars 2025 Kantara 2 Homebound Movie tanvi the great
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy