তাঁর কৌতুকরস যতটা আনন্দ দেয় দর্শককে, তেমনই দর্শকমহলে সমালোচিতও হন কৌতুকশিল্পী কপিল শর্মা। বলিপাড়ার তারকাদের প্রিয় তিনি। কিন্তু বার বার সাধারণ মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। নতুন বছরেও তার অন্যথা হল না। কপিলের ‘শো’-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অনেকে।
অনেকেই সমাজমাধ্যমে ‘কপিল শর্মা শো’-এর শুটিং দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কোন পদ্ধতিতে কপিলের অনুষ্ঠান চাক্ষুস করা যাবে, তা অনেকেই জানেন না। এমনই এক দর্শক প্রশ্ন করেন, তাঁর মা কপিলের অনুষ্ঠান সামনে বসে দেখতে ইচ্ছুক। কী করে তাঁদের শুটিংয়ে যাওয়া সম্ভব? সঙ্গে সঙ্গে কপিল উত্তর দেন, ইনস্টাগ্রামে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করলেই হবে। এই উত্তর পড়েই অনুরাগীদের একাংশ উগরে দিয়েছে তাদের ক্ষোভ। কেন?
আরও পড়ুন:
অভিযোগ, এর আগে অনেকেই কপিলের অনুষ্ঠানে দর্শক হিসাবে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অবাস্তব কিছু উত্তর শুনতে হয়েছে তাদের। এক জন লেখেন, “আমার থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছিল।” আবার এক জন মন্তব্য করেন, জনসংযোগ সঠিক রাখতে এই পদক্ষেপ কপিলের। এক জন লেখেন, “আপনার অনুষ্ঠানে যেতে গেলে কত টাকা লাগে সেটা বলুন আগে।” যদিও কাউকে কোনও উত্তর দেননি কপিল। তবে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে গেলে কী করতে হয়, সেই উত্তর এখনও অধরা।