Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Entertainment News

কাজল আর আমার জীবনে ফিরবে না, বললেন কর্ণ

কাজল আর কর্ণ জোহরের বন্ধুত্ব যেন বলিউডের এক গল্পকথা। ‘কুছ কুছ হোতা হ্যায়’ হোক বা ‘মাই নেম ইজ খান’। পরিচালক-নায়িকা তো বটেই, তাঁদের সম্পর্কে তার থেকেও বেশি ছিল বন্ধুত্ব। হ্যাঁ ছিল। অন্তত কর্ণ তো সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিচ্ছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ২০:০৮
Share: Save:

কাজল আর কর্ণ জোহরের বন্ধুত্ব যেন বলিউডের এক গল্পকথা। ‘কুছ কুছ হোতা হ্যায়’ হোক বা ‘মাই নেম ইজ খান’। পরিচালক-নায়িকা তো বটেই, তাঁদের সম্পর্কে তার থেকেও বেশি ছিল বন্ধুত্ব। হ্যাঁ ছিল। অন্তত কর্ণ তো সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিচ্ছেন।

এই সম্পর্কে চিড় ধরেছিল মাস দু’য়েক আগে। কর্ণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগণের ‘শিবায়’ একই দিনে মুক্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। পরোক্ষে একে অপরকে কটাক্ষ করেছিলেন। এমনকী, অভিনেতা কমল আর খান টুইট করে জানিয়েছিলেন, ‘শিবায়’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বদনাম করার জন্য কর্ণ নাকি তাঁকে টাকা দিয়েছিলেন! এত সবের পরও এই বন্ধুত্ব অটুট থাকবে বলেই মনে করেছিল সিনে মহল। কিন্তু তা বোধহয় আর হওয়ার নয়। অন্তত টুইটে সে ইঙ্গিতই দিয়েছেন কর্ণ।

আরও পড়ুন, ‘আমি এ দেশে হোমোসেক্সুয়ালিটির পোস্টার বয়ের মতো’

বিষয়টা ঠিক কী? অটোবায়োগ্রাফি ‘অ্যান আনসুটেবল বয়’-তে কর্ণ শেয়ার করেছেন তাঁর মনের কথা। লিখেছেন, কী ভাবে কাজলের প্রতি তাঁর ঘৃণা একটু একটু করে জমেছে। বিশেষত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পর্বে যে সেই তিক্ততা আরও বেড়েছে ইঙ্গিত রয়েছে সে সবেরও। কর্ণ লিখেছেন, ‘আমার আর কাজলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ভেঙে গিয়েছে। এমন কিছু হয়েছে যেটাতে আমি খুব বিরক্ত হয়েছি। কিন্তু সেটা আমি সকলের সামনে বলতে চাই না। বরং আড়ালেই রাখতে চাইব। সেটাই বোধহয় আমার আর কাজলের জন্য ভাল হবে। ২৫ বছর ধরে যে ইমোশন আমার তৈরি হয়েছিল, সব কিছুকে মেরে ফেলেছে। ও আর আমাকে ডিজার্ভ করে না। আড়াই দশক পরে সম্পর্ক ভাঙল কাজল। কখনও আর ও আমার জীবনে ফিরে আসবে না।’

আরও পড়ুন, জয়ার কাঁধে ঐশ্বর্যার মাথা, সুসম্পর্কের ইঙ্গিত?

কর্ণের এই বক্তব্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল। তার পরই নড়েচড়ে বসেছে বলিউড। অনেকেই এর আসল কারণ জানতে চাইছেন। তবে কাজল এ ব্যাপারে এখনও মুখ খোলেননি।

অন্য বিষয়গুলি:

Karan Johar Kajol Kuch Kuch Hota Hai My Name Is Khan কাজল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy