বক্স অফিসে ঠিক এক সপ্তাহ বয়স হয়েছে জাহ্নবী কপূর, ঈশান খট্টর জুটির। অর্থাত্ তাঁদের ছবি ‘ধড়ক’ মুক্তি পেয়েছে এক সপ্তাহ আগে। এর মধ্যে বাণিজ্যিক ভাবেও সাফল্য এসেছে। আবার অভিনয়ের প্রশংসাও পেয়েছেন নতুন জুটি। সাফল্যের সেলিব্রেশনেই এ বার তাঁদের নয়া কায়দায় শুভেচ্ছা জানালেন কর্ণ জোহর।
শনিবার বাঙালি বর কনের সাজে ঈশান এবং জাহ্নবীর একটি ছবি টুইট করেন কর্ণ। তিনি লিখেছেন, ‘দূরের দিকে তাকিয়ে রয়েছি। ওদের জন্য নতুন পথ, দারুণ একটা জার্নি অপেক্ষা করছে…। ভাল ভাল ছবি, আর প্রতি মূহূর্তে শেখা। সিনেমার জগতে তোমাদের স্বাগত। ধর্মা মুভিসের প্রত্যেকে তোমাদের ভালবাসে।’
বলিউডে বহু নতুন মুখকে জায়গা করে দেন কর্ণ। আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র, বরুণ ধবন-সহ বেশ কিছু তারকাকে সুযোগ দিয়েছেন কর্ণ। তিনি যে সঠিক মুখদেরই বেছে নেন তার প্রমাণ হয়েছে বহুবার। কর্ণর হাত ধরেই আদরের জানুর বলি ডেবিউ হোক, এমনটা চেয়েছিলেন শ্রীদেবীও। ফলে ‘ধড়ক’-এ যে তিনি অফার পাচ্ছেন, তা তাঁর আগে জানতেন মা। এমনটাই জানিয়েছেন জাহ্নবীও। কর্ণের সঙ্গে মেয়ের প্রথম ছবি নিয়ে দফায় দফায় মিটিংও করতেন শ্রীদেবী। কিন্তু মেয়ের সাফল্য তাঁর আর দেখে যাওয়া হল না।