বাণিজ্যিক কৌশলই বটে। সকালে মন ভাঙলেন কর্ণ জোহর। সন্ধ্যায় সেই মন জুড়ে দ্বিগুণ আনন্দ দিলেন বলিউডের গসিপ প্রেমীদের। বন্ধ হবে না ‘কফি উইথ কর্ণ’। সকালের ঘোষণায় চমক ছিল শেষে। যা চোখ এড়িয়ে গিয়েছে অধিকাংশের। নির্মাতাদের পরিকল্পনা সফল। সকালে কর্ণ জানিয়েছিলেন, ‘নমস্কার, ষষ্ঠ সিজন ধরে ‘কফি উইথ কর্ণ’ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। পপ সংস্কৃতির ইতিহাসে এই অনুষ্ঠানের অবদান রয়েছে বলেই আমার বিশ্বাস। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না...।’
বাক্যটি শেষ করেননি কর্ণ। বুধবার সন্ধ্যায় সেই বাক্যটি শেষ করে মন জুড়লেন ভক্তদের। লিখলেন, ‘‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না...টেলিভিশনের পর্দায়।’ জানালেন, বলিউডের এই ‘চ্যাট শো’-এর সপ্তম সিজন নিয়ে আসতে চলেছেন তিনি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে। ‘ডিজনি প্লাস হটস্টার’-এ।
IMPORTANT ANNOUNCEMENT pic.twitter.com/FfVbIe1wWO
— Karan Johar (@karanjohar) May 4, 2022
কর্ণের লেখায় জানা গেল, কেবল বলিউডের নয়, সারা ভারতের তারকারা অতিথি হিসেবে উপস্থিত হবেন তাঁর অনুষ্ঠানে। কফির চুমুক দিতে দিতে আলোচনা হবে সমস্ত ইন্ডাস্ট্রি নিয়ে। কর্ণ লিখলেন, ‘থাকবে খেলাধুলো। মিলবে বিভিন্ন গুঞ্জনের উত্তর। প্রেম এবং ক্ষতি নিয়েও গভীর আলোচনা হবে। গত কয়েক বছরে আমাদের জীবনে যা ঘটেছে, তা উঠে আসবে নানা কথোপকথনে।’
দু’টি ঘোষণার আগেও শোনা গিয়েছিল, কর্ণ নাকি তাঁর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং শেষ করে ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজনের কাজ শুরু করবেন। কিন্তু এরই মাঝে কর্ণের ঘোষণায় শোকাহত হয়েছিলেন ভক্তরা। তা সত্ত্বেও এক সংবাদমাধ্যম জানিয়েছিল, কর্ণের এই ঘোষণা কেবল মাত্র বাণিজ্যিক কৌশল। চলতি মাসেই শুরু হবে পরবর্তী সিজনের শ্যুটিং।
তার পরেই দ্বিতীয় ঘোষণা। আবার অপেক্ষা শুরু। ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজনের। সূত্রের খবর, এই সিজনে আসবেন অক্ষয় কুমার, বরুণ ধবন, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র, অনিল কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, ক্যাটরিনা কইফ, রশ্মিকা মন্দানা, নীতু কপূর প্রমুখ।