গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শেহনাজ় গিল। বসে গিয়েছে চোখ-মুখ। হাতের সঙ্গে জোড়া আইভি ড্রিপ। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। এমনই একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন শেহনাজ়ের অনুরাগীরা। প্রশ্ন ছিল, কী হয়েছে শেহনাজ়ের। অবশেষে জানা গেল, ঠিক কোন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে? প্রকাশ্যে আনলেন কর্ণবীর মেহরা।
খাদ্যে বিষক্রিয়ার জন্যই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কর্ণবীর একটি সাক্ষাৎকারে বলেছেন, “খাবারে বিষক্রিয়ার জেরে সমস্যা তৈরি হয়। হঠাৎই অসুস্থ হয়ে পড়ে শেহনাজ়। তবে তেমন গুরুতর কিছু নয়। তবে খাবারে বিষক্রিয়া হলে পরিস্থিতি গুরুতর হতে পারে। ওর সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম, ও মোটেই ভাল ছিল না। কিন্তু আমি নিশ্চিত, বিশ্রাম নিলে এবং ওষুধ ঠিকমতো খেলে ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।”
হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও কর্ণবীরের সঙ্গেই ছিলেন শেহনাজ়। তাঁরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন, খাওয়াদাওয়া করছিলেন। অভিনেতা বলেছেন, “আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। শেহনাজ়ও ছিল। পরের দিনই শেহনাজ়কে হাসপাতালে যেতে হল।”
অভিনেত্রী বা তাঁর সহযোগী দলের থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। শেহনাজ়ের সঙ্গে দেখা করে এসে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন কর্ণবীর। ভিডিয়োয় দেখা গিয়েছিল, শেহনাজ়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন কর্ণবীর। অভিনেত্রীর দিকে তাকিয়ে তিনি বলছেন, “এই দেখো বেচারিকে। ওর কী যে হয়েছে!” অসুস্থ অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে থাকেন অভিনেত্রী। সেই সঙ্গে তিনি বলেন, “এ (কর্ণবীর) আমাকে খুব হাসাচ্ছে।” শেহনাজ় ও কর্ণবীর দু’জনেরই বিগবস্-এর ঘরে থেকে জনপ্রিয় হয়েছেন।