কালিম্পং, দার্জিলিংয়ের পাহাড়। ঘটনার ঘনঘটনা। এক সিঙ্গল মাদার। তাঁর একটিমাত্র মেয়ে। মা অপরাধে জড়িয়ে পড়েন। তার পরে মেয়েকে নিয়ে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য পালিয়ে বেড়ানো। এরই মাঝে মহিলার এক প্রতিবেশীও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’। বাঙালি পরিচালক সুজয় ঘোষের ওটিটি ছবির গল্প খানিকটা এ রকমই। নেটফ্লিক্সের এই ছবির শ্যুটিং শুরু হল বুধবার থেকে। আপাতত কালিম্পংয়েই চলবে কাজ।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে করিনা কপূর খানকে। তাঁর সঙ্গে রয়েছেন জয়দীপ আহলাওয়াত, বিজয় বর্মা প্রমুখ। এই ছবি দিয়েই ওটিটি-তে হাতেখড়ি করিনার। জাপানি লেখক কেইগো হিগাশিনোর উপন্যাস থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সুজয়।