প্রকাশ্যে নতুন বছরের প্রথম টিআরপি রেটিং তালিকা। ২০২৫ সালের শেষ সপ্তাহের ধারা বজায় থাকল নতুন বছরের প্রথম সপ্তাহেও। ধারাবাহিকের টিআরপি তালিকায় এ বারও শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’। বিভিন্ন ‘অ্যাকশন’ দৃশ্যে ভরপুর এই ধারাবাহিকই বর্তমানে দর্শকের প্রথম পছন্দ। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.২।
গত সপ্তাহে এই ধারাবাহিকের সঙ্গেই প্রথম স্থানে ছিল আরও একটি ধারাবাহিক— ‘পরিণীতা’। তবে সেই ধারাবাহিক এই সপ্তাহে নেমে এসেছে চতুর্থ স্থানে। সেই জায়গায় ‘পরশুরাম আজকের নায়ক’-এর সঙ্গে শীর্ষ স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। কঠোর অধ্যাপিকার চরিত্রে স্বস্তিকা দত্তের অভিনয় নিয়ে আলোচনাও হচ্ছে বিস্তর।
গত সপ্তাহের মতোই দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। এই ধারাবাহিকেও থাকে লড়াইয়ের দৃশ্য। এর প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদীয়া’। গত সপ্তাহের চেয়ে বেড়েছে এই ধারাবাহিকের নম্বর।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চতুর্থ স্থানে ‘পরিণীতা’র প্রাপ্ত নম্বর ৬.৮। পঞ্চম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। এই ধারাবাহিকে চৈতন্যদেবের সঙ্গে আধুনিক যুগকে মিলিয়ে দেওয়া হয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। ধারাবাহিকে ফের দেখা যাচ্ছে অহনা দত্ত ও পল্লবী শর্মাকে।
গত সপ্তাহে প্রথম পাঁচে ছিল ‘লক্ষ্মী ঝাঁপি’। এই সপ্তাহে কিছুটা নম্বর কমায় এই ধারাবাহিক ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে বহু দিন ধরে বিতর্কে থাকা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। অষ্টম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ ও নবম স্থানে রয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’। সব শেষে দশম স্থানে রয়েছে ‘কম্পাস’, তার প্রাপ্ত নম্বর ৫.৫।