আরও একটা বছর বয়স বেড়ে গেল করিনা কপূর খানের। বৃহস্পতিবার ৩৮-এ পা দিলেন তিনি। কিন্তু বয়স বেড়ে যাওয়াকে মোটেই পাত্তা দিতে নারাজ নায়িকা। বরং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পার্টির প্ল্যান করেছেন। দিনভর রয়েছে নানা রকম সেলিব্রেশনের আয়োজন। আমরাও সেলিব্রেট করলাম বেগম সাহেবার বার্থ-ডে। তবে একটু অন্য ভাবে। ডাবস্ম্যাশের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার যুগে বেশ জনপ্রিয় এই অ্যাপের মাধ্যমে যেন আজ করিনা হয়ে উঠলাম আমরা। থুড়ি, করিনা নয়, করিনার ডায়লগ বললাম ডাবস্ম্যাশে।
আরও পড়ুন, করিনার একটা খারাপ অভ্যেস রয়েছে, জানেন সেটা কী?
কেমন লাগল আপনাদের? শেয়ার করুন আমাদের সঙ্গে।