Advertisement
E-Paper

যুদ্ধের প্রেক্ষাপটে বলিউডের সবচেয়ে বড় মাপের ছবি! ‘বর্ডার ২’-তে বরুণ থেকে দিলজিৎ পাচ্ছেন কত টাকা?

আগামী বছরের ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নির্মাতাদের দাবি, এখনও পর্যন্ত যুদ্ধের প্রেক্ষাপটে ‘বর্ডার ২’ হতে চলেছে দেশের সবচেয়ে বড় মাপের ছবি। এই ছবির জন্য সানি দেওল, রশ্মিকা মন্দানা, বরুণ ধওয়ানেরা কত অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯
Sunny Deol to Rashmika Mandanna Diljit Dosanjh border 2 full cast fees

‘বর্ডার ২’ ছবির জন্য কে কত টাকা পেলেন? ছবি: সংগৃহীত।

বলিউডে দেশাত্মবোধক ছবির তালিকায় জায়গা পাওয়া, বহুলচর্চিত ছবি ‘বর্ডার’। যদিও সেই সময় একপেশে প্রচারসর্বস্ব ছবির ততটা রমরমা ছিল না। তবু দেশাত্মবোধক ছবি সংখ্যা তখনও কম ছিল না। ১৩ জুন, ১৯৯৭ সাল। মুক্তি পেয়েছিল জে পি দত্ত পরিচালিত ‘বর্ডার’। বাকিটা ইতিহাস। ভারতীয় বক্সঅফিসে একের পর এক নজির গড়েছিল ছবিটি। সেই সময়ে ছবিটি প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করে। এ বার সেই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। ‘বর্ডার’-এ সানি দেওল ছাড়াও অভিনেতাদের মধ্যে ছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেট্টী, অক্ষয় খন্না, তব্বু প্রমুখ। সিক্যুয়েলে বাকি অভিনেতারা বদলে গেলেও সানি দেওল থাকছেন। ছবিটির সঙ্গে জুড়েছেন বরুণ ধওয়ান, রশ্মিকা মন্দানা, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টী।

সানি দেওল

‘কেশরী’ খ্যাত পরিচালক সন্দীপ সিংহ ছবিটি পরিচালনা করবেন। ভূষণকুমারের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে জে পি দত্ত এবং তাঁর কন্যা নিধি ছবিটির প্রযোজনায়। ‘বর্ডার’ ছবিতে সানিকে দেখা গিয়েছিল মেজর কুলদীপ সিংহের চরিত্রে। এ বার তিনি থাকছেন সেই চরিত্রেই। মঙ্গলবার এই ছবির সাংবাদিক সম্মেলনে সেই পুরনো মেজাজেই ধরা দিলেন সানি। এই ছবির জন্য তিনিই নাকি সর্বাধিক পারিশ্রমিক পেয়েছেন। এ ছাড়াও গত বছর তাঁর ছবি ছবি ‘গদর ২’ মুক্তি পায়। সেই ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পান অভিনেতা। ‘বর্ডার ২’-এর ক্ষেত্রে পারিশ্রমিক এর চেয়ে বেশি হবে বলেই অনুমান।

বরুণ ধওয়ান

বরুণ তাঁর কেরিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের প্রশংসা হয়েছে বেশ কিছু ছবির জন্য। তবে কাঙ্ক্ষিত সেই সাফল্য এখনও অধরা পরিচালক ডেভিড ধওয়ানের পুত্রের। এই ছবিতে প্রথম বার সৈনিকের চরিত্রে দেখা যাবে বরুণকে। বলিউডের পয়লা নম্বর নায়কদের মধ্যে ভিকি কৌশল থেকে হৃতিক রোশন সৈনিকের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এই ছবির মাধ্যমে বরুণের কি তেমন শিকে ছিঁড়বে? শোনা যাচ্ছে, এই ছবির জন্য তিনি নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা।

রশ্মিকা মন্দানা

বলিউড থেকে দক্ষিণী ছবির জগত একের পর এক ছবি করছেন। বলা ভাল, তিনি হিন্দি সিনেমায় যে ক’টি ছবিতে কাজ করেছেন, সবক’টিই বক্স অফিসে সাড়া ফেলেছে। এই ছবিতেও নায়িকা রশ্মিকা। যদিও তাঁর পরনে ভারতীয় সেনাবাহিনীর পোশাক উঠবে, না কি কোনও নায়কের স্ত্রী হয়ে রয়ে যাবেন তা জানা যায়নি। এই ছবির জন্য তিনি নিয়েছেন প্রায় ৩ কোটি টাকা।

দিলজিৎ দোসাঞ্জ

পহেলগাঁও কাণ্ডের পর ‘সর্দারজি ৩’ ছবিতে পাক নায়িকা হানিয়া আমিরকে নেওয়ার কারণে দিলজিতের উপরে খড়্গহস্ত হয়েছিল ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। আগামী কোনও হিন্দি ছবিতে দিলজিৎকে যাতে কাজ করতে না দেওয়া হয়, এমনও দাবি করেছিল সংগঠন। তার পরেই দেশ জুড়ে দিলজিৎ-বিরোধী হাওয়া বিপাকে ফেলে প্রযোজক ভূষণ কুমারকে। তাঁর ছবি ‘বর্ডার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিলজিৎ। কিন্তু যখন দিলজিৎকে নিয়ে এমন সমালোচনা ঝড়, তখন ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। পঞ্জাবি গায়ক-নায়ক যদি অভিনয় করতে না পারেন তা হলে নতুন করে তাঁর চরিত্রে কাউকে নিতে হবে। ফের তাঁর অংশের শুটিং আলাদা করে করতে হবে পরিচালক-প্রযোজককে, যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। বাধ্য হয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়-এর দ্বারস্থ হন ছবির প্রযোজক ভূষণ। শুক্রবার রাতের খবর, সংগঠনকে বিষয়টি খুলে বলায় তারা আপাতত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দিলজিতের উপর থেকে। এই ছবির জন্য তিনি পেয়েছেন প্রায় ৫ কোটি।

অহান শেট্টী

‘বর্ডার’ ছবিতে একজন সৈনিকের চরিত্রে অভিনয় করেন সুনীল শেট্টী। এ বার এই ছবিতে বাবার সেই চরিত্রের জায়গা নিলেন ছেলে অহান! ২০২১ সালে অহানের বলিউড যাত্রা শুরু হয় ‘তরপ’ ছবির মাধ্যমে। তার পর থেকে সে ভাবে ছবিতে সুযোগ আসেনি অহানের। সেদিক থেকে এই ছবি অহানের কাছে দ্বিতীয় সুযোগ। সকলের পারিশ্রমিক জানা গেলেও অহানকে নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি নির্মাতারা।

২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নির্মাতাদের দাবি, এখনও পর্যন্ত যুদ্ধের প্রেক্ষাপটে ‘বর্ডার ২’ হতে চলেছে দেশের সবচেয়ে বড় মাপের ছবি। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ‘বর্ডার’। সূত্রের দাবি, এ বার ছবির প্রেক্ষাপট রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সম্মুখ সমর।

Border 2 Remuneration Bollywood Movie Sunny Deol Rashmika Mandanna Varun Dhawan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy