Advertisement
২১ জুলাই ২০২৪
Kareena Kapoor

Kareena Kapoor: পাহাড়ি আবহে দানা বাঁধবে রহস্য

২০২২-এর ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৫:৫৮
Share: Save:

অনেক দিন ধরেই ভাল থ্রিলারের খোঁজে ছিলেন করিনা কপূর খান। এত দিনে মনের মতো রহস্যগল্পের চিত্রনাট্য পেয়েছেন অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে করিনাকে। ছবির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি।

২০২২-এর ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিঙের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্যগল্পের জন্য এমন জায়গা বেছে নিয়েছেন সুজয়। আপাতত দু’মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার কথা রয়েছে। টানা দু’মাসের শিডিউল থাকায়, তৈমুর ও জেহ হয়তো করিনার সঙ্গেই থাকবে।

শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাঁদের নাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হনসল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন করিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kareena Kapoor Sujoy Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE