Advertisement
E-Paper

ডুয়ার্সে জমেছে কার্তিক-শ্রীলীলার ‘আশিকি’, তারকাদের দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা

কার্তিক ও শ্রীলীলাকে এক ঝলক দেখার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন ডুয়ার্সের লিস নদীর পারে। কেমন চলছে শুটিং?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:৩১
ডুয়ার্সে লিস নদীর তীরে চলছে কার্তিক আরিয়ানের আসন্ন ছবির শুটিং।

ডুয়ার্সে লিস নদীর তীরে চলছে কার্তিক আরিয়ানের আসন্ন ছবির শুটিং। — নিজস্ব চিত্র।

দিন কয়েক আগেই ডুয়ার্সে এসে শুটিংস্থল পরিদর্শন করে গিয়েছিলেন পরিচালক অনুরাগ বসু। এ বার নায়ক কার্তিক আরিয়ান ও নায়িকা শ্রীলীলাকে নিয়ে ডুয়ার্সের লিস নদীর ধারে পৌঁছোলেন তিনি। সেখানেই চলছে তাঁর আসন্ন ছবির শুটিং। শিলিগুড়ির একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন কার্তিক-শ্রী। রাহুল রায়-অনু আগরওয়াল পরিচালক মহেশ ভট্টের হাত ধরে রুপোলি পর্দায় যে উথালপাথাল প্রেমের গল্প বলা শুরু করেছিলেন, সিদ্ধার্থ রায় কপূর-শ্রদ্ধা কপূর হয়ে সেই ব্যাটন এ বার কার্তিক-শ্রীলীলার হাতে! শোনা গিয়েছিল ছবির নাম হবে ‘আশিকি ৩’। কিন্তু মহেশ ভট্টের আপত্তিতে সেই নাম রাখা যাচ্ছে না। তবে গল্পের রদবদল হচ্ছে না।

বুধবার সকাল থেকেই শুটিং চলছে বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় লিস নদীর চরে। কথা ছিল মার্চ থেকেই শুটিং শুরু হবে। সেইমতো এগোচ্ছে সব। কার্তিক এই ছবির জন্য নিজের চেহারা একেবারে বদলে ফেলেছেন। গত ছয়-সাত মাস ধরেই কার্তিকের যেন ভোলবদল হয়েছে। গালভরা দাড়ি, এলোমেলো চুলে একদম অন্য রকম অবতারে ধরা দিয়েছেন অভিনেতা। কার্তিক আরিয়ানের ছবির শুটিং চলছে, এ খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনা ছড়িয়েছে গোটা এলাকায়। কার্তিক ও শ্রীলীলাকে এক ঝলক দেখার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন লিস নদীর পারে। চলতি বছর কালীপুজোর মরসুমেই অনুরাগ বসুর এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অনুরাগের প্রায় সব ছবিতে বাংলা ও বাঙালির কোনও না কোনও ছোঁয়া থাকেই। এই ছবিতেও বজায় রইল সেই ধারা। এই ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই কার্তিকের সঙ্গে শ্রীলীলার প্রেমের গুঞ্জন। অভিনেতার বাড়িতে ঘন ঘন যাতায়াত শুরু হয়েছে অভিনেত্রীর। তাঁদের রসায়নের প্রতিফলন বড় পর্দায় ঠিক কতটা পড়ে, সেটা সময় বলবে।

Kartik Aaryan Anurag Basu Sreeleela Aashiqui 3 Bollywood Movie Dooars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy