Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Kartik Aaryan

গাড়ি ছেড়ে অটোয় সওয়ার কার্তিক আরিয়ান, হঠাৎ হলটা কী অভিনেতার?

সপ্তাহের শুরু মুম্বইয়ের রাস্তায় অটো সফর কার্তিকের, কিন্তু গাড়ি ছেড়ে হ়ঠাৎ তিন চাকার যানে সফর করছেন কেন?

Picture Of Kartik Aaryan

গাড়ি ছেড়ে কেন অটোয় চাপলেন কার্তিক? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ২১:১২
Share: Save:

সপ্তাহের শুরুতেই মুম্বইয়ের রাস্তায় দেখা মিলল কার্তিক আরিয়ানের। নাহ্, কোনও শুটিং চলছে না। মুম্বইয়ের রাস্তায় এমন যানজট যে, গাড়ি ছাড়াই বেরিয়ে প়়ড়লেন অভিনেতা। সটান অটোয় চড়ে কাজে যাচ্ছেন কার্তিক। অভিনেতাকে অটোয় চেপে কাজে যেতে দেখেই ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।

পরনে ধূসর রঙের টি শার্ট, কালো প্যান্ট, মাথায় টুপি— একাবরে সাদাসিধে চেহারাতেই দেখা গেল অভিনেতাকে। যদিও কেউ কেউ অভিনেতার এই অটো সফরকে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন, ‘‘যানজটের কারণে অটো ধরেছেন। ভাবটা এমন, যেন অটো উড়ে উড়ে যাবে’’, কারও কথায়, ‘‘নিশ্চই কোনও ছবির প্রচার’’, কেউ লিখেছেন, ‘‘যত সব প্রচার পাওয়ার কারসাজি।’’

বলিউডের উঠতি তারকাদের মধ্যে প্রথম সারিতে তাঁর নাম। ২০২২-এ ‘ভুল ভুলাইয়া ২’ ছবির সাফল্যের জেরে তালিকার একেবারে প্রথম দিকে উঠে এসেছিলেন কার্তিক আরিয়ান। বলিউডের এক শুখা মরসুমেই নিজেকে তারকা হিসাবে প্রতিষ্ঠা করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ‘বহিরাগত’ হিসাবে বিনোদনের জগতে পা রেখেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। অভিনয়ের প্রতি ভালবাসা থেকেই মায়ানগরীর দুনিয়ার পা রাখা। প্রথম থেকেই ‘মাটির মানুষ’ বলে পরিচিতি রয়েছে কার্তিকের। কখনও তিনি দেহরক্ষীর বিয়েতে হাজির হয়েছেন, কখনও আবার অনুরাগীদের আবদারে বাড়ি থেকে নীচে নেমে নিজস্বী তুলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kartik Aaryan Bollywood Bolly Hero
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE