গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। ক্যাটরিনা কইফ নাকি মা হতে চলেছেন। এ বার সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। মঙ্গলবার সাদা ‘শরীর চাপা’ পোশাকে ছবি দিলেন ক্যাটরিনা। অভিনেত্রীর স্ফীতোদর ধরে আছেন স্বামী ভিকি। পরিবারে আসছে নতুন সদস্য।
সমাজমাধ্যমে সুখবর জানিয়ে ক্যাটরিনা লেখেন, ‘‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’’ অভিনেত্রীর ছবিতে শুভেচ্ছাবার্তার বন্যা। শোনা যাচ্ছে, অক্টোবরেই ভূমিষ্ঠ হবে সন্তান। গত প্রায় দু’বছর ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। নয়তো তীর্থস্থানে দেখা গিয়েছে। বিয়ের পর থেকে বার বার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসেছে চর্চায়। কিন্তু সম্প্রতি সেই জল্পনা যেন আরও জোরদার হয়। মুম্বইয়ে একটি ফেরিতে ওঠার সময় তাঁর পোশাক ও হাঁটাচলা দেখে অনুরাগীরা ধরেই নেন যে, অভিনেত্রী মা হতে চলেছেন শীঘ্রই। বিয়ের তিন বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী।
সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন।