বছর শুরু হতেই প্রেমে ভাঙন বলিউডে। নতুন প্রজন্মের তারকাদের মধ্যে খুশি কপূর ও বেদাঙ্গ রায়নার জুটি প্রায়ই আলোচনা উঠে আসত। ‘পাওয়ার কাপল’ বলেই তাঁরা পরিচিত ছিলেন। একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন। সেই সম্পর্কটা নাকি আর নেই! ভেঙে গিয়েছে বলিউডের এই তারকাজুটি।
প্রায় দু’বছর ধরে সম্পর্কে ছিলেন খুশি ও বেদাঙ্গ। ‘আর্চিজ়’ ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয়ও করেছিলেন। ছবির প্রচারেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “সম্পর্কটা আর নেই। খুশি আর বেদাঙ্গকে আর যুগল বলা যায় না।” তবে ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙেছে, তা এখনও জানা যায়নি। বেশি দিন হয়নি তাঁদের বিচ্ছেদ হয়েছে, জানিয়েছেন সেই সূত্র।
সম্পর্কে ভাঙন নিয়ে এখনও কোনও বিবৃতি দেননি খুশি বা বেদাঙ্গ কেউই। তবে ইনস্টাগ্রামে তাঁরা এখনও পরস্পরকে অনুসরণ করছেন।
আরও পড়ুন:
২০২৩ সালে জ়োয়া আখতারের ছবি ‘আর্চিজ়’-এ একসঙ্গে শুটিং করছিলেন খুশি ও বেদাঙ্গ। তখন প্রথম তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়, পরে তা প্রেমে পরিণতি পায়। সম্পর্ক নিয়ে তেমন রাখঢাকও ছিল না তাঁদের। একসঙ্গে নানা জায়গায় যেতেন তাঁরা। তবে আনুষ্ঠানিক ভাবে কখনওই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি কেউই। সাক্ষাৎকারে একাধিক বার বলেছেন, তাঁরা কেবলই পরস্পরের ভাল বন্ধু।
বেদাঙ্গ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা পরস্পরকে বহু দিন ধরে চিনি। আমাদের দু’জনের মধ্যে বেশ কিছু বিষয় অনেক মিল রয়েছে। এক ধরনের গান শোনা থেকে শুরু করে নানা বিষয়ে আমাদের কথা হয়।” খুশিও একই কথা বলেছিলেন একাধিক সাক্ষাৎকারে। তবে গত বছর এপ্রিল মাসে ইংরেজি অক্ষর ‘ভি’ লেখা একটি পেনডেন্ট পরেছিলেন খুশি। অনেকেই মনে করেছিলেন, বেদাঙ্গের নামের প্রথম অক্ষর হিসাবেই তিনি এমন করেছেন। তবে খোলসা করেননি খুশি।