গত কয়েক মাসে ধরেই চর্চায় খুশি মুখোপাধ্যায়। স্বল্প পোশাক পরে রাস্তায় বেরিয়ে রীতিমতো নেটপ্রভাবী হয়ে ওঠেন উর্ফী জাভেদ। তাঁকেও এ বার ছাপিয়ে গেলেন খুশি। সম্প্রতি মুম্বইয়ে ছোটপর্দার বহু তারকাও খুশির সমালোচনায় মুখর হয়েছেন। খুশির পোশাক পরার ধরনকে ‘অশ্লীল’ এবং তাঁকে ‘নির্লজ্জ’ বলেও দাগিয়েছেন অনেকে। যে ভিডিয়োটি নিয়ে সব থেকে বেশি চর্চা, সেখানে অন্তর্বাস ছাড়া শুধুমাত্র শরীরের ঊর্ধ্বাঙ্গ ঢেকে রাস্তায় দেখা যায় খুশিকে। অনেকের মতেই নেতিবাচক প্রচারের মাধ্যমেই চর্চায় রয়েছেন তিনি। যদিও প্রতিনিয়ত কটাক্ষের পাল্টা জবাব দিচ্ছেন তিনি। তবে খুশি এ বার পুলিশের দ্বারস্থ।
সম্প্রতি খুশির বাড়ি থেকে খোয়া গিয়েছে ২৫ লক্ষ টাকার গহনা ও একাধিক মূল্যবান জিনিস। অভিনেত্রীর অভিযোগের আঙুল বা়ড়ির পরিচারিকার দিকে। এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলেও জানান খুশি। তাঁর কথায়, ‘‘গোটা বিষয়টাই ভীষণ বেদনাদায়ক। যখন নিজের বাড়িতে কাউকে আপনি এতটা বিশ্বাস করেন, অথচ সেই বিশ্বাসভঙ্গ করে, তখন খুব কষ্ট হয়। গয়নার থেকেও বড় যেটা খোয়া গিয়েছে, সেটা আমার নিরাপত্তা ও মানুষের প্রতি বিশ্বাস।’’ ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। যদিও বাড়ির পরিচারক এই মুহূর্তে পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।