Advertisement
E-Paper

Kiara Advani: বিয়ে কবে? আনন্দবাজার অনলাইনকে জানালেন কিয়ারা

নতুন ছবির প্রচারে শহরে কিয়ারা-বরুণ। ব্যস্ততার ফাঁকে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি নতুন জুটি।

উৎসা হাজরা

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৭:০৬
আনন্দবাজার অনলাইনে অকপট কিয়ারা।

আনন্দবাজার অনলাইনে অকপট কিয়ারা।

পরের পর সাক্ষাৎকার। অনেকটা মৌখিক পরীক্ষার মতো। বরাদ্দ ২মিনিট। হাতে গরম কালো কফি, সঙ্গে আনন্দবাজার অনলাইন...

প্রশ্ন: মিষ্টি দই কি অবশেষে পাওয়া গেল?

বরুণ: হ্যাঁ, অবশেষে মিষ্টি দই খেলাম। কলকাতায় এসেছি আর দই না খেলে হয়! অন্য স্বাদের দইও খেয়েছি।

কিয়ারা: আমি খাইনি। শরীরটা ভাল নেই৷ তবে কাল বিরিয়ানি খেয়েছি। কবাবটা দারুণ ছিল। রসগোল্লা খেয়েছি।

প্রশ্ন: মঞ্চে তো দারুণ গান গাইলেন৷ তা হলে কি এ বার গায়িকা হিসেবেও পাওয়া যাবে?

কিয়ারা: আমি ভাবছি না। কিন্তু আমি নিশ্চিত বরুণ আমার জন্য এমন কিছু পরিকল্পনা করছে।

বরুণ: হ্যাঁ, আমি পরিকল্পনা করছি। ও ভাল গান করে। তো এমন কিছু ভাবা যেতেই পারে।

নতুন ছবির প্রচারে কলকাতায় কিয়ারা আডবানি, বরুণ ধবন।

নতুন ছবির প্রচারে কলকাতায় কিয়ারা আডবানি, বরুণ ধবন।

প্রশ্ন: ‘ভুলভুলাইয়ার’ সময় বলেছিলেন কার্তিকের ভক্তদের আপনি চুরি করে নেবেন। বরুণের ক্ষেত্রেও কি তাই?

কিয়ারা: (কিছুটা হেসে) এ বাবা, এমনটা না৷ অন্যের অনুরাগীদের নিয়ে নেওয়া কি এত সহজ!

বরুণ: না না। ও আমার সব ভক্তদের নিজের করে নেবে৷ আমি নিশ্চিত।

প্রশ্ন: এখন সবাই বাস্তবধর্মী ছবির দিকে ঝুঁকছে। সেখানে 'যুগ যুগ জিয়ো' কেন দেখবে দর্শক?

কিয়ারা: এই ছবিটাও ভীষণ ভাবে বাস্তবধর্মী। পরিবার, সম্পর্ক, বিচ্ছেদের এমন গল্প এর আগে কেউ বলেনি। বিনোদনের মোড়কে এই ছবি খুবই বাস্তবধর্মী।

বরুণ: আমি কিয়ারার সঙ্গে সহমত।

প্রশ্ন: বরুণ এত বিয়ের টিপস দিলেন আপনাকে। কিয়ারা তা হলে বিয়ে কবে করছেন?

বরুণ: এই তো, এটাই তো আসল প্রশ্ন। উত্তর দাও তোমার বিয়েটা কবে!

কিয়ারা: (একগাল হাসি) আমি আশা করছি এই জীবনে এক বার বিয়েটা করেই ফেলব।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Kiara Advani varun dhawan Interview Movie Promotion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy