প্রস্তুতি: চলচ্চিত্র উৎসবের জন্য সেজে উঠেছে নন্দন। ছবি: রণজিৎ নন্দী।
এই প্রথম বাংলা ছবি দিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। ছবির নাম ‘বেঁচে থাকার গান’। পরিচালনা করেছেন অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্য। ১১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। এ বারে উৎসবের থিম ‘সংহতি’। অত্রিবাবু জানান, অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, কাজল, সঞ্জয় দত্ত ছাড়াও শাহরুখ খান থাকবেন। ১২-১৭ নভেম্বর, ছ’দিন ধরে উৎসব চলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy