বছরের শুরুতে সইফ আলি খানের উপর হামলার ঘটনায় নড়ে বসেছিল মুম্বই। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। হামলার পরের দিন সকালে বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কন্যা সারা আলি খান। ঘটনাটি নিয়ে এত দিন নীরবই ছিলেন তিনি। অবশেষে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী। সারা জানান, গোটা পরিবার তখন চিন্তামগ্ন, বেশ উত্তেজিত। সেই সময় ঠাকুরমা শর্মিলা ঠাকুরের থেকে শিখেছিলেন প্রতিকূল পরিস্থিতিতেও কী ভাবে শান্তা থাকা যায়।
আরও পড়ুন:
সারা মনে করেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সারা বলেছেন, “পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে, শেষপর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।” যদিও এই কঠিন পরিস্থিতিতেও সম্ভ্রম ও শালীনতা বজায় রেখে কী ভাবে সবটা সামাল দেওয়া যায়, সেই শিক্ষা পেয়েছেন শর্মিলার থেকে। ঠাকুরমাকে ‘বড় আম্মা’ বলে সম্বোধন করেন সারা। সইফ-কন্যার কথায়, ‘‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতে মর্যাদা আর শালীনতা কী ভাবে বজায় রাখতে হয়, সেটাই আমি বড় আম্মার থেকে শিখেছি। পরিবার হিসাবে আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, বিশেষ করে এই বছরের শুরুতে আব্বার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই সময়টা।’’ সম্প্রতি ৮০ বছরের জন্মদিন পালন করেন শর্মিলা। ঠাকুরমার জন্মদিনের উদ্যাপনে অংশ নিতে দেখা যায় সারাকে।