Advertisement
০৩ মার্চ ২০২৪
Entertainment News

‘আমাকে কিস করুন’, ‘কিস ডে’তে বার্তা ‘ধোনি’র

রাত পোহালেই ভ্যালেন্টাইন্‌স ডে। তার আগে আজকের দিনটা ‘কিস ডে’ হিসেবেই সেলিব্রেট করছে গোটা দুনিয়া। এমন দিনে বার্তা দিলেন ‘ধোনি’। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘কিস মি’। আর তা দেখেই অবাক ওয়েব ওয়ার্ল্ড। বিষয়টা ঠিক কী?

ইনিই সেই নায়ক।

ইনিই সেই নায়ক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫২
Share: Save:

রাত পোহালেই ভ্যালেন্টাইন্‌স ডে। তার আগে আজকের দিনটা ‘কিস ডে’ হিসেবেই সেলিব্রেট করছে গোটা দুনিয়া। এমন দিনে বার্তা দিলেন ‘ধোনি’। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘কিস মি’। আর তা দেখেই অবাক ওয়েব ওয়ার্ল্ড। বিষয়টা ঠিক কী?

আরও পড়ুন, সুজানের কাছেই ফিরবেন? হৃতিক বললেন…

এই ‘ধোনি’ বাস্তবের নন, পর্দার। অর্থাত্ ইনি সুশান্ত সিংহ রাজপুত। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র নায়ক। এমনিতে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতি দিনই আপডেট দিতে থাকেন নায়ক। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে চুমু খাও। আর আমি কখনও যা বলিনি, তার সবটাই তুমি জান।’’ কার উদ্দেশ্যে এই বার্তা তা অবশ্য খোলসা করেননি সুশান্ত।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় ডেবিউ করল ডিম্পির মেয়ে

যদিও সুশান্তের এই বার্তার সঙ্গে মার্কিন লেখক সিলভিয়া প্লাথের একটি কোটের খুব মিল রয়েছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। সিলভিয়া লিখেছিলেন ‘‘আমাকে চুমু খাও বুঝতে পারবে আমি কতটা গুরুত্বপূর্ণ।’’ তবে ‘কিস ডে’তে কেন প্রকাশ্যে এমন বার্তা দিলেন সুশান্ত তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE