দেশ জুড়ে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ রয়েছে। আগ্রহীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ ৬০০। নিযুক্তদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের। তাঁদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,৩০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, স্থানীয় ভাষায় কথোপকথন এবং লেখালিখিতেও স্বচ্ছন্দ হতে হবে। এ ছাড়া, প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১০০ টাকা এবং অসংরক্ষিতদের ১৫০ টাকা জমা দিতে হবে। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের মেধার ভিত্তিতে নিয়োগ হবে।