গবেষণামূলক কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ প্রতিষ্ঠান। সেই প্রকল্পেই দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি) অধীনস্থ সংস্থা বাইর্যাক। প্রকল্পের জন্য প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট সায়েন্টিস্ট-২ নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। প্রকল্পের কাজে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ।
প্রজেক্ট ম্যানেজার পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১,২৫,০০০ টাকা। প্রজেক্ট সায়েন্টিস্ট-২ পদে নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ মাসে ৬৭,০০০ টাকা। এ ছাড়া দেওয়া হবে অতিরিক্ত ভাতাও।
আরও পড়ুন:
প্রজেক্ট ম্যানেজার পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমা নেই। প্রজেক্ট সায়েন্টিস্ট-২ পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা।
উভয় পদে আবেদনের জন্যই লাইফ সায়েন্সেস-এ পিএইচডি থাকতে হবে। প্রয়োজন তিন বা চার বছরের গবেষণা অভিজ্ঞতাও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি-তে জীবনপঞ্জি-সহ বাকি তথ্য পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।