কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতর অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে দু’টি পদমর্যাদায়। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য আয়োজন করা হবে ইন্টারভিউয়ের।
সংস্থায় নিয়োগ হবে প্রজেক্ট অফিসার (স্যাপ) এবং স্যাপ স্পেশালিস্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১০। সংস্থায় প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছর কাজ করতে হবে প্রজেক্ট অফিসারকে। স্যাপ স্পেশালিস্টদের কাজের মেয়াদ থাকবে প্রথমে ছ’মাস। দু’টি পদেই কাজের মেয়াদ এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট অফিসার পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা এবং স্যাপ স্পেশালিস্ট পদে অনূর্ধ্ব ৬৫ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রজেক্ট অফিসারদের বেতন হবে মাসে ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। স্যাপ স্পেশালিস্টদের মাসিক বেতন ১,২৫,০০০ টাকা।
প্রজেক্ট অফিসার (স্যাপ) এবং স্যাপ স্পেশালিস্ট পদে আবেদন করতে পারবেন স্নাতক বা স্নাতকোত্তরেরা। এ ছাড়াও তাঁদের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি। সকাল ৯টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দু’দিন প্রার্থীদের সমস্ত আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।