বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য জাতীয় স্তরে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর আয়োজন করা হয়। চলতি বছরের পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে। তার আগে মঙ্গলবার প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড।
চলতি বছর জ্যাম আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে। পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি। ওই দিন দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টা করে মোট ছ’ঘণ্টায় সাতটি বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রথমার্ধের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হতে চলবে।
পরীক্ষার জন্য গত ৫ জানুয়ারি অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাতকারণে পিছিয়ে দেওয়া হয় অ্যাডমিট প্রকাশের দিন। আইআইটি বম্বের তরফে এ জন্য কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। শেষমেশ মঙ্গলবার প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড।
আরও পড়ুন:
কী ভাবে ডাউনলোড করবেন?
১। পরীক্ষার্থীদের এ জন্য https://jam2026.iitb.ac.in/ ওয়েবসাইটে যেতে হবে।
২। সেখানে ‘জোঅ্যাপস’ লগ ইন লিঙ্কে ক্লিক করে নিজেদের এনরোলমেন্ট আইডি, ই-মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৩। স্ক্রিনে এর পর অ্যাডমিট কার্ড ডাউনলোড-এর অপশন দেখা যাবে।
৪। পরীক্ষার্থীদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে। কারণ, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না।
উল্লেখ্য, জ্যাম-এর মাধ্যমে এমএসসি, জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এমএস (রিসার্চ), এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রির মতো বিজ্ঞানের নানা ধরনের স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। পড়ার সুযোগ পান দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানে।