১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলার দশম মাস মাঘ। এই মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পুজো করা হয়। মাঘ মাসে বাঙালি হিন্দুদের নানা শুভ কাজও সম্পন্ন হয়। কারণ, শাস্ত্রমতে এটি একটি শুভ মাস। এই মাসে বিয়ে, অন্নপ্রাশন প্রভৃতি নানা শুভ তিথি পড়তে দেখা যায়। শুভ মাস হওয়ায় মাঘ মাসে নানা উপায় পালনের রীতি রয়েছে। তেমনই বিশেষ কিছু খাদ্যদ্রব্য এই মাসে খাওয়া উচিত নয় ও কয়েকটি কাজও করা নিষেধ। অন্যথায় ঈশ্বরের কোপের শিকার হতে হয়। মাঘ মাসে কোন কাজগুলি করবেন না জেনে নিন।
আরও পড়ুন:
মাঘ মাসে কী কী করা ও খাওয়া নিষেধ?
১. মাঘ মাসে মুলো খাওয়া উচিত নয়। এই মাসে মুলো খেলে শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়তে দেখা যায়। আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই এই মাসে মুলো খাওয়া যাবে না।
২. মাঘ মাসে তামসিক খাবার খাওয়াও অনুচিত। যে কোনও প্রকার নেশার দ্রব্য থেকে এই মাসে দূরে থাকতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ-মাংসও না খেলেই ভাল হয়। তবে সম্ভব না হলে প্রতি সপ্তাহের যে কোনও এক দিন নিরামিষ আহার গ্রহণ করুন। তবে মাস জুড়ে নেশার দ্রব্য থেকে দূরে থাকা আবশ্যিক।
আরও পড়ুন:
৩. ঘর-বাড়ি নিয়মিত পরিষ্কার করুন। না হলে বাড়ি থেকে লক্ষ্মীদেবী বিদায় নেবেন। ঘরে ধুলো-ময়লা জমতে দেওয়া যাবে না। বিশেষ করে, বাড়ির যে স্থানে ঠকুর রাখেন, সেই জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে।
৪. মাঘে অকথ্য ভাষা ব্যবহার করা যাবে না। এই মাসে খারাপ কথা বলা, গালিগালাজ করা, কাউকে নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকুন। এই মাসে বাড়িতে বা বাইরে ঝগড়া-অশান্তিতেও না জড়ানোই ভাল হবে। গলা উঁচিয়ে কথা বলা, অযথা উত্তেজিত হওয়া জাতীয় নেগেটিভ অনুভূতিগুলিকে এড়িয়ে চলুন।
আরও পড়ুন:
৫. কোনও বয়োজ্যষ্ঠ ব্যক্তিকে অপমান বা কোনও শিশুর প্রতি এই মাসে খারাপ ব্যবহার করবেন না। উল্টে প্রয়োজনে কোনও সাহায্য করতে পারেন।