যে চান্দ্রমাসে সাধারণত মঘা নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র মাঘ’ মাস বলে। সূর্যের মকর রাশিতে স্থিতিকালেই এমনটা হতে দেখা যায়। সেই কারণে সূর্যের মকর রাশিতে স্থিতিকাল ‘সৌর মাঘ’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের দশম মাস। এই মাসে বাঙালি হিন্দুদের নানা বিয়ের তারিখ থাকে। এরই সঙ্গে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে বিদ্যার দেবী সরস্বতীর পুজো করা হয়। এর বাইরে এই মাসে আর কোনও বিশেষ পুজোর দিন রয়েছে কি? বিশুদ্ধ পঞ্জিকা কী বলছে দেখে নিন।
আরও পড়ুন:
মাঘ মাসে বিয়ের শুভ দিন:
৫ মাঘ, ১৯ জানুয়ারি, সোমবার–
বিয়ে- রাত ৯টা ১৫ মিনিট গতে ১০টা ৯ মিনিটের মধ্যে কন্যা লগ্নে বিয়ে। পুনরায় ১১টা ৪৮ মিনিট গতে ১টা ৩৯ মিনিটের মধ্যে তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
১০ মাঘ, ২৪ জানুয়ারি, শনিবার-
বিয়ে- রাত ৮টা ৫৫ মিনিট গতে ১টা ১৯ মিনিটের মধ্যে কন্যা এবং তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
১৯ মাঘ, ২ ফেব্রুয়ারি, সোমবার-
বিয়ে- সন্ধ্যা ৫টা ৫ মিনিট গতে মকর লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
২০ মাঘ, ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার-
বিয়ে- রাত ৮টা ৩৬ মিনিট গতে ১০টা ১১ মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
আরও পড়ুন:
মাঘ মাসের পুজোর দিনক্ষণ:
মৌনী অমাবস্যা:
অমাবস্যা তিথি আরম্ভ–
৩ মাঘ, ১৭ জানুয়ারি, শনিবার।
সময়- মধ্যরাত ১২টা ৫ মিনিট।
শ্রীশ্রী বগলা, শ্রীশ্রী ছিন্নমস্তা দেব্যাবিভাব, শ্রীশ্রী রটন্তী কালীপুজো।
অমাবস্যা তিথি শেষ–
৪ মাঘ, ১৮ জানুয়ারি, রবিবার।
সময়- মধ্যরাত ১টা ২২ মিনিট।
শ্রীশ্রী বিনায়ক চতুর্থী ব্রত, শ্রীশ্রী গণেশপুজো:
চতুর্থী তিথি আরম্ভ–
৭ মাঘ, ২১ জানুয়ারি, বুধবার।
সময়- মধ্যরাত ২টো ৪৯ মিনিট।
চতুর্থী তিথি শেষ–
৮ মাঘ, ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।
সময়- মধ্যরাত ২টো ২৯ মিনিট।
আরও পড়ুন:
বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো:
পঞ্চমী তিথি আরম্ভ–
৮ মাঘ, ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।
সময়- মধ্যরাত ২টো ৩০ মিনিট।
পঞ্চমী তিথি শেষ–
৯ মাঘ, ২৩ জানুয়ারি, শুক্রবার।
সময়- মধ্যরাত ১টা ৪৭ মিনিট।
শীতলষষ্ঠী:
ষষ্ঠী তিথি আরম্ভ–
৯ মাঘ, ২৩ জানুয়ারি, শুক্রবার।
সময়- মধ্যরাত ১টা ৪৮ মিনিট।
ষষ্ঠী তিথি শেষ–
১০ মাঘ, ২৪ জানুয়ারি, শনিবার।
সময়- মধ্যরাত ১২টা ৪০ মিনিট।
আরও পড়ুন:
একাদশী (জয়া ভৈমী):
একাদশী তিথি আরম্ভ-
১৪ মাঘ, ২৮ জানুয়ারি, বুধবার।
সময়- বিকেল ৪টে ৩৮ মিনিট।
একাদশী তিথি শেষ-
১৫ মাঘ, ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার।
সময়- দুপুর ১টা ৫৬ মিনিট।
পূর্ণিমা:
পূর্ণিমা তিথি আরম্ভ-
১৭ মাঘ, ৩১ জানুয়ারি, শনিবার।
সময়- ভোর ৫টা ৫৪ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
১৮ মাঘ, ১ ফেব্রুয়ারি, রবিবার।
সময়- মধ্যরাত ৩টে ৩৯ মিনিট।
বিজয়া একাদশী:
একাদশী তিথি আরম্ভ-
২৯ মাঘ, ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
সময়- দুপুর ১২টা ২৪ মিনিট।
একাদশী তিথি শেষ-
৩০ মাঘ, ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার।
সময়- দুপুর ২টো ২৬ মিনিট।