Advertisement
E-Paper

বোম্বেটে বাচ্চারা

একজন মুখ দেখাতে চলেছেন হিন্দি ছবিতে। অন্য দু’জনের এখনও প্রবেশ ঘটেনি বলিউডে। তাতে কী! এখনই তাঁরা দেখাতে শুরু করেছেন তারকাসুলভ ট্যানট্রামএকজন মুখ দেখাতে চলেছেন হিন্দি ছবিতে। অন্য দু’জনের এখনও প্রবেশ ঘটেনি বলিউডে। তাতে কী! এখনই তাঁরা দেখাতে শুরু করেছেন তারকাসুলভ ট্যানট্রাম

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ০০:০০
আরিয়ান খান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।—ফাইল চিত্র।

আরিয়ান খান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।—ফাইল চিত্র।

সাফল্য যে অনেকের মাথা ঘুরিয়ে দেয়, এ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বলিউডের লাইমলাইটের নীচে থাকলে পা যে মাটির অনেক উপরে থাকে, এটা কারও অজানা নয়। কিন্তু এমনও অনেকে আছেন, যাঁরা বলিউডে প্রবেশের আগেই নিজেদের মাথা ঘুরিয়ে ফেলেছেন। তারকার ছেলে-মেয়ে মানেই উচ্ছন্নে যাওয়া, এমনটা অবশ্যই নয়। তবে মুম্বইয়ের আনাচেকানাচে কান পাতলেই শোনা যায়, এই তিন ‘স্টার’ বাচ্চা বেশ বিগড়ে গিয়েছেন...

ইব্রাহিম আলি খান

সেফ আলি খান আর অমৃতা সিংহের ষোলো বছরের ছেলে ইব্রাহিম বলিউডে অনেক দিন থেকেই আলোচনার মধ্যমণি। না, সেটা ‘টশন’ ছবিতে তাঁর ছোট্ট এক চরিত্রে অভিনয়ের জন্য নয়। আলোচনার কারণ তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাপন। হিন্দি ফিল্ম বৃত্তে অনেকেই মনে করছেন, বাবার পথ ধরেছেন ইব্রাহিম। রাতভর উদ্দাম পার্টি, নেশা... কোনওটাই নাকি বাকি রাখেননি নবাবের পুত্র। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এটাও শোনা যায় যে, ইব্রাহিমের শ্রবণশক্তি নাকি ধীরে ধীরে কমে আসছে। তার কারণ অতিরিক্ত মাদকসেবন। তবে খুশির খবর, ইব্রাহিম নিজেও নাকি এখন নেশা থেকে বেরিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসতে চাইছেন। ক্রিকেটে অনেক বেশি সময় দিচ্ছেন। সেফ আর করিনার ছেলে তৈমুরের দেখভালও করছেন মাঝেমাঝে।

আরিয়ান খান

শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘তুমি আমাকে ভালবাসতে পার বা ঘৃণা করতে পার। কিন্তু অবজ্ঞা করতে পারবে না।’’ বাবার কথাকে বোধহয় অক্ষরে অক্ষরে পালন করেছেন আরিয়ান খান। এমএমএস স্ক্যান্ডল থেকে শুরু করে চিত্রসাংবাদিকদের সঙ্গে ঝামেলা, ছোট থেকেই আরিয়ান মুম্বইয়ের বিনোদন খবরের মধ্যমণি। বিদেশে পড়াশোনা করেন বলে বলিউডে তাঁকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তাঁর বেপরোয়া জীবনের দলিল ইনস্টাগ্রাম! শাহরুখ ছেলের এমন আচরণে যে খুব একটা প্রসন্ন নন, সেটা অনেক জায়গায় জানিয়েছেন। কিন্তু আরিয়ান সে সব কথায় কান দেওয়ার বান্দা নন। এ বছর আইফা-তে অংশগ্রহণ করেননি শাহরুখ। অনেক বলছেন, বাদশা খানের নিউ ইয়র্কে অনুপস্থিতির কারণ নতুন ছবির প্রচারের ব্যস্ততা নয়। কারণ আরিয়ান। সদ্য এক দুর্ঘটনায় নাকি নাক ভেঙেছেন আরিয়ান। ছেলের দেখাশোনার জন্য বাবা তাই চলে গিয়েছেন ক্যালিফোর্নিয়া। পাবলিসিস্ট যদিও বলেছেন, ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন আরিয়ান। বলিউডে অবশ্য অন্য কথাই উড়ে বেড়াচ্ছে।

সারা আলি খান

ভাই ইব্রাহিমের মতো না হলেও খুব একটা কম যান না সেফ আলি খান আর অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। বলিউডে প্রথম ছবি রিলিজের আগেই নাকি দেদার সেলেবসুলভ ট্যানট্রাম দেখানো শুরু করে দিয়েছেন চব্বিশ বছরের সারা। কিছু দিন আগে সমবয়সি আর এক অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে মুম্বইয়ের এক নামী সালোতে যান সারা। শোনা যায়, সেখানে কোনও ভাবে তাঁদের ক্রেডিট কার্ড কাজ করছিল না। সালোর কর্মীরা অন্য ভাবে বিল মেটানোর কথা বললে তর্কাতর্কি জুড়ে দেন সারা। উঠতি সেলেব্রিটির এহেন আচরণে সেখানে আসা কয়েকজন বেজায় ক্ষোভ প্রকাশ করায়, শেষমেশ তাঁরা নাকি বেরিয়ে যেতে বাধ্য হন। সারার আচরণ নিয়ে অবশ্য বেশ কিছুদিন থেকেই আপত্তি করছিলেন তাঁর মা। অমৃতার অভিযোগ, করিনার সংস্পর্শে এসে বিগড়ে গিয়েছেন সারা। তবে বলিউডে ডেবিউয়ের পর সারা শোধরাবেন কি না, তার জন্য অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Bollywood Sara Ali Khan Ibrahim Ali Khan Aryan Khan Celebrity Kids
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy