Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

ইতালি গেলেন কোয়েল, সঙ্গী অঞ্জন, কারণ…

পরমব্রত জানিয়েছিলেন, ১৯৯০ সালে শীর্ষেন্দুবাবুর এই লেখা সময়েরও আগের। সায়েন্স ফিকশন থ্রিলার হিসেবে প্রেজেন্ট করলে সঙ্কটের কথাও বলা যাবে। আবার সায়েন্স ফিকশনও হবে বলে মত তাঁর।

কোয়েলের সেলফি। ছবি: টুইটার থেকে গৃহীত।

কোয়েলের সেলফি। ছবি: টুইটার থেকে গৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ১৪:১৯
Share: Save:

বিমানবন্দরে কোয়েল মল্লিক এবং অঞ্জন দত্ত। শনিবারই তাঁরা উড়ে গেলেন ইতালির উদ্দেশে। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত আসন্ন ছবি ‘বনি’র শুটিংয়ে ইতালি গেলেন দুই অভিনেতা।

চিত্রনাট্য অনুযায়ী, মিলানে থাকেন এক বাঙালি দম্পতি। সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে আপাত সুখের সংসার। কিন্তু ছেলের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেন দম্পতি। তাঁদের মনে হয়, ছেলের বোধহয় কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এ ভাবেই এগোবে ছবির গল্প। আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানী এবং এক বাঙালি চাকুরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছবিতে।

কোয়েল আগেই বলেছিলেন, ‘‘শীর্ষেন্দুবাবুর কোনও সাহিত্য নিয়ে ছবি হওয়া মানেই একটা অন্য রকমের আউটলাইন। আর্টিস্টদের খিদে মেটানোর একটা জায়গা। আর এই ধরনের সায়েন্স ফিকশন বোধহয় বাংলায় হয়নি। রিসেন্ট টাইমে তো হয়নি বটেই। সেক্ষেত্রে এটা ট্রেন্ড সেটার হতে পারে।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

পরমব্রত জানিয়েছিলেন, ১৯৯০ সালে শীর্ষেন্দুবাবুর এই লেখা সময়েরও আগের। সায়েন্স ফিকশন থ্রিলার হিসেবে প্রেজেন্ট করলে সঙ্কটের কথাও বলা যাবে। আবার সায়েন্স ফিকশনও হবে বলে মত তাঁর। আপাতত ইতালির শুটিং নিয়ে ব্যস্ত টিম।

আরও পড়ুন, ‘পরিণীতা’র মোশন পোস্টারে শুভশ্রী-ঋত্বিকের প্রেম

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE