Advertisement
E-Paper

অন্তর্বাসের বালাই নেই! রাস্তায় ছেঁকে ধরছেন ছবিশিকারিরা কলকাতার মেয়েকে, কে এই খুশি মুখোপাধ্যায়

মুম্বইয়ে ছোট পর্দার একাধিক নায়িকা প্রতিবাদ করেছেন খুশির কাজকর্মের বিরুদ্ধে। কলকাতার বাঙালি মেয়ে কী ভাবে এমন সাহসিনী হয়ে উঠলেন!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৬:২৯
Kolkatas Khushi Mukherjee Reacts to the Trolls who slams her not wearing underwear in public place

কেন অন্তর্বাস ছাড়া রাস্তায় বেরোচ্ছেন খুশি? ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের রাস্তায় আজকাল প্রায় সময় দেখা যাচ্ছে এক কন্যেকে। তিনি নাকি উর্ফী জাভেদকেও ছাপিয়ে গিয়েছেন! তিনি খুশি মুখোপাধ্যায়। পদবি থেকেই বোঝা যায়, বাঙালিনি। ইদানীং সমাজমাধ্যমে যখন-তখন দেখা যাচ্ছে তাঁকে। পরিচিতি পাচ্ছেন দুঃসাহসী পোশাকের কারণে।

এমনই পোশাক পরছেন তিনি, হাত দিয়ে ঢেকে রাখতে হচ্ছে নিজের শরীর। কখনও গাড়ি থেকে নামছেন হাত দিয়ে নিতম্ব ঢাকতে ঢাকতে। আবার কখনও শুধুই ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন, নিম্নাঙ্গের কাপড় হাওয়ায় উড়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যায় তিনি অন্তর্বাস ছাড়াই বেরিয়েছেন। খুশি অবশ্য আত্মবিশ্বাসী, ছবিশিকারিদের দিকে তাকিয়ে হাসছেন সপ্রতিভ।

বিস্তর বিতর্ক হচ্ছে এই বাঙালিনিকে নিয়ে। মুম্বইয়ে ছোট পর্দার বহু অভিনেত্রীই প্রতিবাদ জানিয়েছেন খুশির এই সব কাজের। কলকাতার বাঙালি মেয়ে কী ভাবে এমন সাহসিনী হয়ে উঠলেন? কে এই খুশি?

কলকাতায় জন্ম। বয়স প্রায় ২৯ বছর। স্নাতক স্তর অবধি পড়েছেন মুম্বইয়েই। কলেজে পড়ার সময়ই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে। সে ভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর কাড়তে পারেননি। খুশি প্রথম পরিচিতি পান এমটিভি-র একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে।

কিন্তু কাঙ্ক্ষিত পরিচিতি যেন পাওয়া হচ্ছে না খুশির! এর মধ্যে অবশ্য খুশি প্রাপ্তবয়স্ক বেশ কিছু ছবিতে কাজ করা শুরু করে দেন। অভিনেত্রী নিজেই জানান, তাঁর নামের একটি সাইট রয়েছে যেখান থেকে ভালই উপার্জন হয় তাঁর। সম্প্রতি এই খুশি চর্চায় উঠে এসেছেন তাঁর পোশাকের কারণে। কেউ তাঁকে ‘নগ্ন’ বলেছেন, কারও মতে ‘এমন পোশাক পরে বাইরে বেরোলে জরিমানা দেওয়া উচিত।’ যদিও লোকের এ সব অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর সাফ কথা, ‘‘কেউ কি আমার যৌনাঙ্গ দেখতে পেয়েছেন! তা হলে এত কথা বলছেন কেন?’’ আবার কেউ কেউ উর্ফীর সঙ্গে তাঁর তুলনা টেনে খুশিকে খাটো করার চেষ্টা করেছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘‘প্রথম প্রথম উর্ফীও তো এমন সব পোশাকই পরতেন, তাই না? এখন ওঁর বড় দল রয়েছে। আমিও সেই জায়গায় পৌঁছোলে তেমন দল থাকবে। এখন তো একাই সব করতে হয়।’’

Khushi Mukherjee Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy