শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ মুম্বইয়ের বিনোদন জগৎ। মাত্র ৪২-এ থেমে গিয়েছে ‘কাঁটা লগা গার্ল’-এর জীবন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে বিনোদন জগতের বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। শেফালীর প্রাক্তন স্বামী গায়ক হরমিত সিংহও শোকপ্রকাশ করেছে।
শেফালীর অকালপ্রয়াণের কারণ নিয়ে নানা তথ্য উঠে আসছে। কেউ বলছেন যৌবন ধরে রাখার চিকিৎসাই প্রাণ কাড়ল তাঁর। কারও মতে হঠাৎ রক্তচাপ কমে গিয়েই বিপদে পড়েন তিনি। শেফালীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর অভিনেতা বন্ধুরা। আমেরিকা থেকে শোকবার্তা পাঠালেন প্রিয়ঙ্কা চোপড়াও।
আরও পড়ুন:
২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে শেফালীর আত্মপ্রকাশ। এর মাঝে আরও কিছু মিউজ়িক ভিডিয়োতে দেখা যায় তাঁকে। তার পর ২০০৪ সালে প্রথম বড় পর্দায় অভিনয় শেফালীর। সলমন খান, অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে হাতেখড়ি হয় শেফালীর। যদিও সেটা ছিল ক্যামিও চরিত্র। তার পর বলিউডে আর সে ভাবে দেখা যায়নি তাঁকে।
প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন। শেফালীর মৃত্যু যেন মেনে নিতে পারছেন না প্রাক্তন বিশ্বসুন্দরী। তিনি লেখেন, ‘‘আমি যেন ভিতর থেকে নড়ে গিয়েছি। এত অল্প বয়সে চলে গেল। আমার সমবেদনা রয়েছে ওঁর স্বামী-পরিবারার জন্য।’’ ২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালী। তার আগে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। শেফালীর মৃত্যুর পর থেকে পরাগ ছবিশিকারিদের নিশানায়। অবশেষে বাধ্য হয়ে তিনি বলেন, “আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।”