শেফালি জ়ারিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ মুম্বইয়ের বিনোদন জগৎ। মাত্র ৪২-এই থেমে গিয়েছে ‘কাঁটা লগা গার্ল’-এর জীবন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে বিনোদন জগতের বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। শেফালির প্রাক্তন স্বামী গায়ক হরমিত সিংহও শোকপ্রকাশ করেছেন। এ বার প্রাক্তন শ্বশুরবাড়ি থেকেও এল বিশেষ বার্তা।
প্রাক্তন শ্বশুরবাড়ির পক্ষ থেকে শেফালির দেওর মনমিত সিংহও সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন। তিনিও একই ভাবে অভিনেত্রীর মৃত্যুতে স্তব্ধ। মনমিতের প্রশ্ন, কেন ঈশ্বর এত দ্রুত শেফালিকে ডেকে নিলেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “শেফ, তোমার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বরই জানেন, কেন তিনি এত দ্রুত তোমাকে নিজের কাছে ডেকে নিলেন। তোমার সঙ্গে কাটানো ভাল মুহূর্তগুলো সব সময়ে মনে থাকবে। তোমার এই যাত্রায় ওয়াহেগুরু যেন তোমার সঙ্গে থাকেন।”
পরাগ ত্যাগীর সঙ্গে বিয়ের আগে শেফালি বিবাহিত ছিলেন ‘মিত ব্রাদার্স’-এর হরমিত সিংহের সঙ্গে। বলিউডে ‘ম্যায় তেরা বয়ফ্রেন্ড’, ‘বেবি ডল’, ‘পিঙ্ক লিপস্’, ‘রাধে রাধে’র মতো গান বেঁধেছেন তাঁরা। ২০০৪ সালে হরমিতকে বিয়ে করেছিলেন শেফালি। তবে সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। সেই দাম্পত্যে সুখী ছিলেন না বলে নিজেই এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। সম্পর্ক বিষাক্ত হয়ে উঠেছিল। আর্থিক ভাবে স্বাধীন হওয়ায় সেই দাম্পত্য থেকে সরে আসতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন শেফালি।
২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। তার আগে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। শেফালির মৃত্যুর পর থেকে পরাগ ছবিশিকারিদের নিশানায়। অবশেষে বাধ্য হয়ে তিনি বলেন, “আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।”