নূপুর সেননের বিয়ের পরে এ বার পালা কৃতি সেননের। এমনই অনুমান অনুরাগীদের। বিয়ের আসরে উপস্থিত ছিলেন অভিনেত্রীর আলোচিত প্রেমিক কবীর বাহিয়াও। বিয়ের আসর থেকে কৃতির সঙ্গে ছবিও ভাগ করে নিয়েছেন তিনি। এ বার কৃতির বিয়ের অপেক্ষায় তাঁর অনুরাগীরা। কিন্তু কে এই কবীর বাহিয়া? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত?
কৃতির চেয়ে বয়সে ৯ বছরের ছোট কবীর। পেশায় তিনি ইংল্যান্ডের উদ্যোগপতি। তবে সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো। মাত্র ২৬ বছর বয়সেই তিনি নাকি ৪০০০ কোটি টাকার মালিক।
ইংল্যান্ডের মিলফিল্ড স্কুল থেকে পড়াশোনা করেছেন কবীর। ২০১৮ সালে তিনি স্নাতক পাশ করেন। ধনী পরিবারের ছেলে কবীর। ‘ওয়ার্ল্ড এভিয়েশন অ্যান্ড টুরিজ়ম লিমিটেড’ নামে একটি সংস্থার মালিক তিনি। সংস্থাটি ২০২০ সালে তৈরি হয়। বিমান সংক্রান্ত পরিষেবা দেওয়া যেমন প্রচার, বিপণন, পরিবেশনার কাজ করে থাকে এই সংস্থা। ইংল্যান্ড-সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পরিষেবা দেয় সংস্থাটি।
আরও পড়ুন:
ক্রিকেটদুনিয়ার একাধিক তারকা, যেমন হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও খুব ভাল সম্পর্ক কবীরের। হার্দিক ও নাতাশার বিলাসবহুল বিয়েতেও উপস্থিত ছিলেন তিনি। ধোনির সঙ্গেও পারিবারিক সম্পর্ক রয়েছে তাঁর। কবীর ক্রিকেটতারকার স্ত্রী সাক্ষী ধোনির আত্মীয় বলে শোনা যায়।
২০২৪ সাল থেকে কৃতির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এর পরে আবার ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তাঁদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়। বেশ কয়েকটি অনুষ্ঠান ও ভ্রমণের সময়ে একসঙ্গে দেখা গিয়েছে কবীর ও কৃতিকে। তাঁদের সম্পর্ক এখন অঘোষিত সত্য। কিন্তু এখনও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন তাঁরা।