একাধারে অভিনেতা-সমালোচক, অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক হিসেবে কামাল আর খান (কেআরকে) বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। নানা বিষয়ে তীক্ষ্ণ মন্তব্য করে নিমেষে বিতর্ক জমিয়ে দেন তিনি। টুইটারে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কম নয়। তবে সোমবার এমন এক রসিকতা করলেন কেআরকে, যা নিয়ে শোরগোল পড়ে গেল। নেটাগরিকদের একাংশ বললেন, ‘এই তো! অনেক দিন পর মনের মতো টুইট করেছেন কেআরকে।’ কী বললেন তিনি?
দেখা গেল, একটি ছবি পোস্ট করেছেন খ্যাতনামী সমালোচক, যেখানে একদিকে দীপিকা পাড়ুকোন আর অন্যদিকে রয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিংহ। দীপিকার পরনে মনোকিনি, অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ ঢাকা, নিম্নাঙ্গ নগ্নপ্রায়। আর ওদিকে রণবীরের পরনে রাজবেশ। ফুলহাতা কুর্তার নীচে বিভক্ত ঘেরওয়ালা স্কার্ট। সেই ছবির ক্যাপশনে কেআরকে লিখছেন, ‘যখন স্বামী তোমার স্কার্ট পরে পালায়!’