অভি আর প্রজ্ঞা শেষ অবধি কি নিজেদের প্রেম খুঁজে পাবে? সিরিয়াল পাড়া থেকে দর্শকের বেডরুম এখন সর্বত্র একই চর্চা। ‘কুমকুম ভাগ্য’ হিন্দি ধারাবাহিকে প়়ঞ্জাবি মেয়ে প্রজ্ঞা ওরফে স্মৃতি ঝা আর সাব্বির অহলুওয়ালিয়াকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কিন্তু স্মৃতি এ নিয়ে ঠিক কী বলছেন? ‘‘শত চক্রান্ত, ঝামেলার পরেও অবশেষে জঙ্গলে অভি আর প্রজ্ঞার দেখা হয়। এ বার ওদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন নেমে আসবে। নিবিড় জঙ্গলে একে অপরকে তারা নিজেদের প্রেমের কথা জানাবে।’’ দ্বারভাঙার মেয়ে হলেও কলকাতায় প্রায় দশ বছর কাটিয়েছেন স্মৃতি। ছোটবেলা থেকেই নাচ আর অভিনয়ের শখ ছিল তাঁর। সত্যজিৎ রায়ের প্রায়
সব ছবি তাঁর দেখা। ছুটি পেলেই তিনি চ্যাপলিনের ছবি নিয়ে বসে পড়েন। স্মৃতির প্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান।