বড় পর্দায় আসছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের জীবনী।
লালুপ্রসাদের দলের নাম রাষ্ট্রীয় জনতা দল, যার প্রতীক হল লণ্ঠন। প্রতীকী চিহ্নের সঙ্গে সামঞ্জস্য রেখেই ছবির নাম রাখা হয়েছে, ‘ল্যানটার্ন’।
লালুর জীবন বর্ণময়। সেই জীবনের নানা ওঠাপড়ার গল্পই বলবে ওই ছবি। শুধু রাজনৈতিক জীবনই নয়, ওই বর্ষীয়ান নেতার ব্যক্তিগত জীবনও তুলে ধরা হবে ওই ছবিতে, এমনটাই জানাচ্ছেন ভোজপুরী অভিনেতা যশ কুমার। লালুর নামভূমিকায় দেখা যাবে তাঁকেই।
লালুর স্ত্রী রাবড়ি দেবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্মৃতি সিংহকে। বিহার এবং গুজরাতের বিভিন্ন জায়গায় ওই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই ছবি।
যশ কুমার
আরও পড়ুন-আদুরে গলায় গায়ত্রী মন্ত্র পড়ল সোহা আলির দু’বছরের মেয়ে!
আরও পড়ুন- ঐশ্বর্যার ম্যানেজারের গায়ে ভয়াবহ আগুন, ঝুঁকি নিয়ে রক্ষা করলেন শাহরুখ