Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

চোখের জলে বিসর্জন-পর্ব সম্পন্ন শ্রীদেবীর

শ্রীদেবীর ফ্যানেদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয় ক্লাবের দরজা। তবে তার আগে থেকেই ক্লাবের গেটের সামনেটা ভিড়ে ভিড়াক্কার। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে এসেছেন অসংখ্য বলিউডি তারকা। আর তাঁদের ছাপিয়ে গিয়েছে শ্রী-র ফ্যানেরা। অনেকেই স্মৃতিচারণ করেছেন। অনেকে আবার শ্রী-র ফিল্মের গান গেয়ে শুনিয়েছেন।

শেষ বিদায়। ছবি: এএনআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

শেষ বিদায়। ছবি: এএনআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৬
Share: Save:

কেউ এসেছেন কলকাতা থেকে। কেউ বা আবার সুদূর মলদ্বীপ থেকে। সকলের একটাই ইচ্ছে, শ্রীদেবীকে শেষ বারের মতো দেখা। বুধবার সকাল ৬টা থেকেই মুম্বইয়ের লোখণ্ডওয়ালার রাস্তায় ভিড় জমতে শুরু করে। বেলা যত গড়িয়েছে ভিড় চলতে শুরু করেছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দিকে। শ্রীদেবীর মরদেহ সেখানেই শায়িত ছিল আজ।

শ্রীদেবীর ফ্যানেদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয় ক্লাবের দরজা। তবে তার আগে থেকেই ক্লাবের গেটের সামনেটা ভিড়ে ভিড়াক্কার। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে এসেছেন অসংখ্য বলিউডি তারকা। আর তাঁদের ছাপিয়ে গিয়েছে শ্রী-র ফ্যানেরা। অনেকেই স্মৃতিচারণ করেছেন। অনেকে আবার শ্রী-র ফিল্মের গান গেয়ে শুনিয়েছেন।

‘লমহে’ ছবির শুটিং-এর সময়ই শ্রীদেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁর মৃত্যুর পর যেন সব কিছুই যেন সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছিল তাঁর প্রিয় রং সাদায়। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও মুড়ে ফেলা হয়েছিল সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছিল সাদা পোশাকে আসতে। সেই মতো প্রায় সব বলিউড তারকাকেই এ দিন দেখা গিয়েছে সাদা পোশাকে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে।

এ দিন সকালে সবচেয়ে আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে যান প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। এসে পৌঁছন শ্রীদেবীর দেওর সঞ্জয় কপূরও। ক্রমশই ভিড় জমতে থাকে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছিলেন অগণিত ভক্ত। রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছিলেন স্পোর্টস ক্লাবের সামনে।

আরও পড়ুন: 'খাঁচায় বন্দি এক পাখি শ্রীদেবী'

আরও পড়ুন: বাথটাবে ডুবে মৃত্যু বিরল নয় জাপানে বা আমেরিকায়

এখানেই দুপুর পৌনে ৩টে পর্যন্ত শায়িত ছিল শ্রীদেবী-র মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টের সময় শেষকৃত্য শুর হওয়ার কথা ছিল। তবে এ দিন তা শুরু হয় সওয়া ৫টা নাগাদ।

• বিকেল ৫.৫৫: অন্ত্যেষ্টিক্রিয়া শেষে একে একের শ্মশান চত্বর ছাড়লেন সঞ্জয় লীলা ভন্সালী, রাজকুমার হিরানি, সুধীর মিশ্র, বিধু বিনোদ চোপড়া, জে পি দত্ত, নাগমা, বিদ্যা বালন, সিদ্ধার্থ রায় কপূর-সহ অসংখ্য বলি‌উড তারকা।

• বিকেল ৫.৩৫: মরদেহে মুখাগ্নি করলেন বনি কপূর। সঙ্গে ছিলেন শ্রী এবং বনি দুই মেয়ে জাহ্নবী এবং খুশি।

• বিকেল ৫.১৯: ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানে শুরু হল শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া।

• বিকেল ৫.১৫: অগণিত ভক্তদের ছাড়াও পৌঁছেছেন অমিতাভ বচ্চন।

• বিকেল ৫.০২: ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানের বাইরে হাজার পাঁচেক ভক্তদের জমায়েত।

মুম্বইয়ের রাস্তায় শ্রীদেবীর শেষযাত্রায় অগণিত অনুরাগীর ভিড়। ছবি: এপি।

• বিকেল ৪.২১: স্বামী সাহিল সংঘের সঙ্গে সেবাসমাজ শ্মশানে পৌঁছলেন দিয়া মির্জা।

• বিকেল ৪.১৫: শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লের শ্মশানে পৌঁছলেন শাহরুখ খান, মহেশ ভূপতি, প্রসূন জোশী, রণধীর কপূর এবং অর্জুন রামপাল।

• বিকেল ৪.০৫: আর কিছু ক্ষণের মধ্যেই মধ্যেই ভিলে পার্লের শ্মশানে পৌঁছবে শ্রীদেবীর শবযাত্রা।

• দুপুর ২.৫৬: ভিলে পার্লের শ্মশানের উদ্দেশে পথে রওনা দিল শবযাত্রা।

• দুপুর ২.২৬: গানস্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হল শেষযাত্রা।

• দুপুর ২.৩৩: শ্রীদেবীর অগণিত ভক্তদের সঙ্গে শেষযাত্রায় হাজির কপূর পরিবারের সমস্ত সদস্যই।

• দুপুর ২.২৬: গানস্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হল শেষযাত্রা।

• দুপুর ২.২৪: তেরঙ্গা পতাকায় মুড়ে ফেলা হল কফিন।

• দুপুর ২.২০: ফুলে ঢাকা ট্রাকে কফিনে করে রওনা দিল শ্রীদেবীর শবযাত্রা।

• দুপুর ১.২৩: প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে এলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মলহোত্র এবং আদিত্য রায় কপূর।

• দুপুর ১.১০: ফুলে সাজানো একটি ট্রাকে করে শ্রীদেবীর মরদেহ নিয়ে যাওয়া হবে ভিলে পার্লে সেবাসমাজ শ্মশানের অন্ত্যেষ্টিস্থলে। শুরু হল তার প্রস্তুতি।

কর্নাটক থেকে চেন্নাই, কলকাতা থেকে মলদ্বীপ— শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন দেশ-বিদেশের অসংখ্য ফ্যান।

• সকাল ১১.৫৫: প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে দুপুরের আগেই এসে পৌঁছলেন রাজকুমার রাও। ইনস্টাগ্রামে শ্রী-র সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অভিনয়ের করতে চেয়েছিলেন শ্রীদেবী।

• সকাল ১১.৫০: শেষ শ্রদ্ধায় এলেন সস্ত্রীক শাহিদ কপূর।

শ্রীদেবীর মৃত্যুশোকে এ বারের হোলি উৎসব বাতিল করলেন তাঁর আবাসন গ্রিন একর্স সোসাইটি-র বাসিন্দারা।

শেষ বার শ্রী-কে দেখতে আকুল তাঁর ভক্ত। ছবি: এএফপি।

• সকাল ১১.৩১: শেষ বারের মতো শ্রীদেবীকে দেখতে এসে পৌঁছলেন জয়া বচ্চন।

• সকাল ১১.২৬: প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে ইতিমধ্যেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছেছেন রেখা, তব্বু, জ্যাকলিন ফার্নান্ডেজ, অক্ষয় খন্না-সহ অসংখ্য তারকা।

সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের আশপাশে ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ জন পুলিশকর্মী।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের রাস্তার দু’ধারে।

ভিড়ের মাঝে অধীর অপেক্ষায় শ্রীদেবীর ফ্যান। ছবি: এএফপি।

পৌঁছলেন শাহরুখ খান, অজয় দেবগণ, সুস্মিতা সেন, ঐশ্বর্যা রাই, মাধুরী দীক্ষিত-সহ একাধিক বলিউড তারকা।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানালেন উদ্ধব ঠাকরে।

পৌঁছলেন হেমা মালিনী, এষা দেওল, সুস্মিতা সেন এবং সুভাষ ঘাই।

এসে পৌঁছেছেন আদিত্য ঠাকরে, আরবাজ খান, ফারহা খান, সোনম কপূর-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী ও কলাকুশলীরা।

• সকাল ১০টা: শুরু হল প্রার্থনা সঙ্গীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE