Advertisement
E-Paper

অনুপ জালোটার সন্তান গর্ভে ধারণ করেছিলেন জসলিন?

শুধু বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি তাঁদের অত্যধিক যত্নশীলতাও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছে। এ বার আরও এক খবর সামনে এল তাঁদের সম্পর্ক নিয়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৭
ভজন সম্রাট অনুপ জালোটা এবং জসলিন।

ভজন সম্রাট অনুপ জালোটা এবং জসলিন।

নিজের থেকে অর্ধেকেরও কম বয়সের বান্ধবীকে নিয়ে বিগ বসের ঘরে গিয়ে প্রথম দিন থেকেই লাইমলাইটে ৬৫ বছরের ভজন সম্র্রাট অনুপ জালোটা। এই জন্য প্রথম দিন থেকে তাঁদের ট্রোলডও হতে হয়েছে। শুধু বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি তাঁদের অত্যধিক যত্নশীলতাও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছে। এ বার আরও এক খবর সামনে এল তাঁদের সম্পর্ক নিয়ে।

এ বার এক মডেল তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন। নিজেকে ভজন সম্র্রাট অনুপ জালোটার ঘনিষ্ঠ বলে পরিচয় দেন ওই মডেল আনীশা সিংহ। তাঁদের দু’জনের সম্পর্কের মধ্যে যে ইতিমধ্যেই সন্দেহ দানা বেঁধেছে এবং তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা। এমনকি, গত বছর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার জন্য অনুপের দিকে জসলিনের আঙুল তোলা, এ সব নিয়ে দু’জনের ঝগড়ার কথাও সামনে আনেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ একবার তাঁরা একে অপরের উপর চিৎকার করছিল। তাঁদের একরকম অবস্থা আগে কখনও দেখিনি। কারণ, জসলিন দাবি করছিল, ও অন্তঃসত্ত্বা। আর অনুপের অসাবধানতাই নাকি এর জন্য দায়ী। এ কথা শোনার পর মারাত্মক রেগে যায় অনুপ। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন অনুপ আমাকে চলে যেতে বলে। তার পর ওর সঙ্গে কথা হয়নি। দু-তিন দিন পর অনুপের সঙ্গে দেখা হয়েছিল। পরে আমি শুনেছিলাম জসলিন গর্ভপাত করিয়েছিল।’’

আরও পড়ুন: ‘২০০৮ সালে আমার সঙ্গে যেটা ঘটেছিল...’

শুধু এই নয়, তাঁদের সম্পর্ক নিয়ে আরও বিস্ফোরক তথ্য সামনে আনেন অনুপ ঘনিষ্ঠ এই মডেল। সম্পর্কের প্রতি জসলিনের সততা নিয়ে অনুপ যথেষ্ট সন্দেহপ্রবণ বলে তিনি জানান। সাক্ষাৎকারে আনীশা জানান, জসলিন তাঁকে প্রতারণা করছেন বলে সব সময়ই অনুপের মনে হয়। কারণ কোনও ভাবে অনুপ খবর পান, ব্রিটেনে জসলিনের এক বয়ফ্রেন্ড রয়েছেন। যদিও জসলিন সব সময়ই এটা অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন: ৬৫ বছরের অনুপ জালোটার ২৮ বছরের গার্লফ্রেন্ডকে চেনেন?

এতকিছু কী ভাবে জানলেন আনীশা? আনীশার দাবি, তিনি অনুপের ভীষণ ঘনিষ্ঠ। যখনই কোনও অসুবিধায় পড়েন, কী করা উচিত তাঁর কাছেই পরামর্শ নিয়ে থাকেন অনুপ। আর এ সব কিছু অনুপই তাঁকে জানিয়েছেন।

বিগ বসের ঘরে অনুপ-জসলিন জুটি এখন বেশ চর্চায়। জসলিন সব সময়ই অনুপের খাওয়াদাওয়া, ওষুধ সব কিছুরই খেয়াল রাখছেন। তাঁরা যে একে অপরের প্রতি কতটা পজেসিভ তা বারবার বোঝাতে চাইছেন দর্শকদের। এর মধ্যে অনুপ ঘনিষ্ঠ এই মডেলের বক্তব্য কী তাঁদের ‘গেম প্ল্যানে’ ছাপ ফেলবে? নাকি জনপ্রিয়তা পেতে এটা তাঁদের ‘গেম প্ল্যান’-এরই অংশ তাই দেখার।

Big Boss 12 Anup Jalota Jasleen Matharu Bollywood অনুপ জালোটা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy