মা হতে চেয়েছিলেন শেফালি জ়ারিওয়ালা। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না অভিনেত্রীর। সানি লিওনের থেকে নাকি মা হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। ‘বিগবস্’-এর ঘরে নিজেই সন্তান পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী।
সন্তানধারণ নয়। কন্যা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন শেফালি। এই প্রসঙ্গে ‘বিগবস্ ১৩’-র ঘরের আর এক প্রতিযোগী হিন্দুস্থানি ভাউ-এর সঙ্গে কথা বলেছিলেন তিনি। পরে এক সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, “‘বিগবস্ ১৩’-এর ঘরে আমি সন্তান দত্তক নেওয়া নিয়ে কথা বলেছিলাম। আমি সানি লিওনের কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। আমাকে বিষয়টি গভীর ভাবে স্পর্শ করেছিল। তাই সব সময়ে আমি কন্যাসন্তান দত্তক নিতে চেয়েছি। পরাগকে বিয়ের পরে এই ইচ্ছে আমি ওকে বলেছিলাম। ও আমার পাশে সব সময় থাকে। ও তাই বলেছিল, ‘তোমাকে মা হতে হবে— সন্তানধারণ করবে না কি দত্তক নেবে, তা তোমার সিদ্ধান্ত। আমি সব ক্ষেত্রেই তোমার পাশে থাকব।’”
আরও পড়ুন:
কেন দত্তক নিতে চান, তা-ও জানিয়েছিলেন শেফালি। তিনি বলেন, “কত শিশু রয়েছে যাদের একটা পরিবার প্রয়োজন। একটা শিশুকে নিরাপদ ও সুখী জীবন দেওয়ার অবস্থায় আমি রয়েছি বলে মনে করি। আমি সেই শিশুকে সুন্দর একটা পরিবেশে বড় করতে চাই। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। এই ভাবেই ঈশ্বরের আশীর্বাদ ভাগ করে নিতে চাই আমি।”
এর পাশাপাশি ভারতে সন্তান দত্তক নেওয়ার পদ্ধতি নিয়েও কথা বলেছিলেন শেফালি। তিনি বলেছিলেন, “আমাদের দেশে দত্তক নেওয়া মোটেই সহজ বিষয় নয়। কাগজপত্র সংক্রান্ত দীর্ঘ কাজ থাকে। আমরা সেই পদ্ধতির মাঝখানে রয়েছি। আশা করছি, ঈশ্বরের আশীর্বাদে আমাদের এই আশা পূরণ হবে।”
কিন্তু ভবিষ্যতের জন্য তোলা ছিল অন্য কিছু।