Advertisement
E-Paper

মালাইকা নয়, তবে কোন নায়িকাকে ‘সেনসেশন’ বললেন অর্জুন?

মালাইকা নন, অন্য কেউ। তিনিই বলিউডের ‘সেনসেশন’।এমনটাই বললেন অর্জুন কপূর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৫
নতুন এই সেনসেশন কে?

নতুন এই সেনসেশন কে?

মালাইকা নন, অন্য কেউ। তিনিই বলিউডের ‘সেনসেশন’।এমনটাই বললেন অর্জুন কপূর।

কিন্তু কাকে সেনসেশন বলছেন অর্জুন?

মালাইকা অরোরার সঙ্গে তাঁর ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে। বি টাউনের অন্দরে কান পাতলে শোনা যায় এমনটাই। মালাইকাকে আর তাঁকে এক সঙ্গে দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়।

পার্টি কিংবা এক সঙ্গে বিচারকের আসনে প্রতিযোগীদের বিচার, সবেতেই ছিলেন এক সঙ্গে। কিন্তু এই বিশেষ বন্ধুটি নয়। অন্য একজনকেই ‘সেনসেশন’ বলেছেন অর্জুন। তবে তার আগে ‘টিন’ শব্দটিও রয়েছে।

মুম্বইয়ে একটি পার্টিতে সেই সেনসেশনের সঙ্গে দেখাও হয়েছিল অর্জুনের। তার পর তাঁর সঙ্গে ছবিও পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। অর্জুন পার্টিতে অনন্যাকে ‘টিন সেনসেশন’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: বড়দিনে ভাইদের সঙ্গে সলমনের নাচ, ভিডিয়ো ভাইরাল

অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার প্রথম ছবির কথা চলছে টাইগার শ্রফের বিপরীতে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবিতে দেখা যাবে তাঁদের।ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর কেঁদে ফেলেছিলেন অনন্যা, এমনটাও জানিয়েছেন তিনি।

দেখা হয়েছিল একটি পার্টিতে। সেখানেই অনন্যাকে টিন সেনসেশন বলে উল্লেখ করেন অর্জুন।

অনন্যা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন। পোস্ট হতে না হতেই ফ্যাশনিস্তা কিশোরীর ছবি ভাইরাল হয়ে যায়। তাই অনন্যাকেই ‘টিন সেনসেশন’ বলে উল্লেখ করেছেন অর্জুন। অনন্যাও ধন্যবাদ জানিয়েছেন অর্জুনকে।

You can never wear too much pink or too many pearls 💁🏻‍♀️💓

A post shared by Ananya 👩🏻‍🎓💫 (@ananyapanday) on

মুম্বইয়ের এই প্রি-ক্রিসমাস পার্টিতে দীপিকা-রণবীরদের সঙ্গে নজর কেড়েছিলেন অনন্যাও।

Bollywood Malaika Arora Arjun Kapoor Ananya Pandey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy